ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার : স্বাস্থ্য সচিব

  • পোস্ট হয়েছে : ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতের দেওয়া উপহার ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে আসছে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার (২০ জানুয়ারি) করোনা ভাইরাসের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

তিনি বলেন, উপহারের এই ভ্যাকসিন আজ বুধবার আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তা দেশে এসে পৌঁছাবে আগামীকাল। দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এই ভ্যাকসিন পৌঁছাবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের হাইকমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই ভ্যাকসিন গ্রহণ করবেন।

তিনি জানান, শিক্ষক প্রতিনিধি, পুলিশের প্রতিনিধিসহ নানান পেশার ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে। পরদিন চারটি হাসপাতালে ড্রাই রান দেওয়া হবে ৫০০ জনকে। এসব ভ্যাকসিন ঢাকা থেকে জেলা পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব পালন করবে আমদানি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

স্বাস্থ্য সচিব আরও বলেন, এছাড়াও ক্রয়কৃত ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি আসবে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। দিনক্ষণ ঠিক হওয়ার পর কুর্মিটোলা হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন হতে পারে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে।

বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

উপহারের ২০ লাখ ভ্যাকসিন আসছে বৃহস্পতিবার : স্বাস্থ্য সচিব

পোস্ট হয়েছে : ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতের দেওয়া উপহার ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে আসছে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার (২০ জানুয়ারি) করোনা ভাইরাসের টিকা নিয়ে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

তিনি বলেন, উপহারের এই ভ্যাকসিন আজ বুধবার আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তা দেশে এসে পৌঁছাবে আগামীকাল। দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এই ভ্যাকসিন পৌঁছাবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ভারতের হাইকমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই ভ্যাকসিন গ্রহণ করবেন।

তিনি জানান, শিক্ষক প্রতিনিধি, পুলিশের প্রতিনিধিসহ নানান পেশার ২৫ জনকে করোনার টিকা দেওয়া হবে। পরদিন চারটি হাসপাতালে ড্রাই রান দেওয়া হবে ৫০০ জনকে। এসব ভ্যাকসিন ঢাকা থেকে জেলা পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব পালন করবে আমদানি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

স্বাস্থ্য সচিব আরও বলেন, এছাড়াও ক্রয়কৃত ৫০ লাখ ডোজ ২৫ জানুয়ারি আসবে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিনই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। দিনক্ষণ ঠিক হওয়ার পর কুর্মিটোলা হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন হতে পারে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে।

বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: