ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাউরুটি দিয়ে বানান শাহী টুকরা

  • পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • 2

বিজনেস আওয়ার ডেস্ক : আজকাল সকালের নাস্তায় আমরা প্রায়ই পাউরুটি খাই। নাস্তায় পাউরুটি খেলে নিশ্চয় একটা শাহী শাহী ভাব থাকবে। পাউরুটির অনেক পদের মুখরোচক খাবার তৈরি করা যায়। পাঠক কখনও কি টেস্ট করে দেখেছেন শাহী পাউরুটির স্বাদ কেমন? আসুন পাঠক জেনে নেই পাউরুটি দিয়ে সেই শাহী টুকরার রেসিপি:

উপকরণ
বড় পাউরুটি- ৮ টুকরো, ফুল ক্রিম দুধ- ১ কাপ, কনডেন্সড মিল্ক- আধা কাপ, চিনি- আধা কাপ, জাফরান- সামান্য, গোলাপজল- ২ চা চামচ, কেওড়া পানি- ২ চা চামচ, এলাচ গুঁড়া- ১ চা চামচ,ছানা- ১ কাপ, পেস্তা বাদাম- ১/৪ কাপ ও মাখন- ভাজার জন্য।

যেভাবে করবেন
পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে ত্রিকোণ করে স্লাইস করুন। একটি প্যানে মাখন দিয়ে পাউরুটি সোনালি করে ভেজে নিন। অপর একটি প্যানে দুধ ফুটিয়ে নিন। মাঝারি আঁচে দুধ অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। কনডেন্সড মিল্ক, চিনি, জাফরান দিয়ে নাড়তে থাকুন।

এবার গোলাপজল ও কেওড়া জল দিন। ছানা কুচি করে দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেশান। একটি স্বচ্ছ পাত্রে পাউরুটি সাজিয়ে দুধের মিশ্রণ ঢেলে দিন ওপরে। পেস্তা বাদাম কুচি ছড়িয়ে রাখুন। ব্যাস হয়ে গেলো মজাদার স্বাদের শাহী পাউরুটি। এবার ঠাণ্ডা হলে পরিবেশন করুন প্রিয়জনদের।

বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাউরুটি দিয়ে বানান শাহী টুকরা

পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক : আজকাল সকালের নাস্তায় আমরা প্রায়ই পাউরুটি খাই। নাস্তায় পাউরুটি খেলে নিশ্চয় একটা শাহী শাহী ভাব থাকবে। পাউরুটির অনেক পদের মুখরোচক খাবার তৈরি করা যায়। পাঠক কখনও কি টেস্ট করে দেখেছেন শাহী পাউরুটির স্বাদ কেমন? আসুন পাঠক জেনে নেই পাউরুটি দিয়ে সেই শাহী টুকরার রেসিপি:

উপকরণ
বড় পাউরুটি- ৮ টুকরো, ফুল ক্রিম দুধ- ১ কাপ, কনডেন্সড মিল্ক- আধা কাপ, চিনি- আধা কাপ, জাফরান- সামান্য, গোলাপজল- ২ চা চামচ, কেওড়া পানি- ২ চা চামচ, এলাচ গুঁড়া- ১ চা চামচ,ছানা- ১ কাপ, পেস্তা বাদাম- ১/৪ কাপ ও মাখন- ভাজার জন্য।

যেভাবে করবেন
পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে ত্রিকোণ করে স্লাইস করুন। একটি প্যানে মাখন দিয়ে পাউরুটি সোনালি করে ভেজে নিন। অপর একটি প্যানে দুধ ফুটিয়ে নিন। মাঝারি আঁচে দুধ অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। কনডেন্সড মিল্ক, চিনি, জাফরান দিয়ে নাড়তে থাকুন।

এবার গোলাপজল ও কেওড়া জল দিন। ছানা কুচি করে দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেশান। একটি স্বচ্ছ পাত্রে পাউরুটি সাজিয়ে দুধের মিশ্রণ ঢেলে দিন ওপরে। পেস্তা বাদাম কুচি ছড়িয়ে রাখুন। ব্যাস হয়ে গেলো মজাদার স্বাদের শাহী পাউরুটি। এবার ঠাণ্ডা হলে পরিবেশন করুন প্রিয়জনদের।

বিজনেস আওয়ার/২০ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: