ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ধূমপানে যেভাবে আসক্ত হয়েছিলেন বিদ্যা বালান

  • পোস্ট হয়েছে : ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • 37

বিনোদন ডেস্ক : বিদ্যা বালানের বলিউডে অভিষেক ঘটেছিল পরিণীতা রূপে। মাথায় ঘনকালো চুল, কপালে টিপ। শাড়িতে তখন বিদ্যা বালান যেন পাশের বাড়ির পরিচিত মেয়ে হয়ে সবার কাছে ধরা দিয়েছিলেন।

কয়েক বছরের মধ্যেই বিদ্যার ব্যাপক পরিবর্তন ঘটে। ‘পরিণীতা’ থেকে হয়ে গেলেন ‘সিল্ক স্মিতা’। খোলামেলা পোশাক। খোলামেলা শরীর আর আবেদনময়ী রূপের আবেশ ছড়িয়ে বড়পর্দায় ঝড় তুললেন এ নায়িকা

তার অভিনয় ‘১০০ কোটি ক্লাব’-এ পৌঁছে দেয় ‘দ্য ডার্টি পিকচার’কে। কিন্তু এ সিনেমা করতে গিয়ে ধূমপান শুরু করেন অভিনেত্রী। যদিও সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন বিদ্যা বালান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হত। তাতেই সিগারেট পান শুরু করেন তিনি। দিনে তিনটি করে সিগারেট লাগত এ নায়িকার।

বিদ্যা বালান যেভাবে ধূমপানে আসক্ত হয়েছিলেনএ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশেপাশে যারা ধূমপান করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’

সে সব অবশ্য পুরোনো গল্প। ধূমপানকে অবশ্য এখন জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে।

জানা গেছে, এ সিনেমা করার আগে অনেকেই সাবধান করেছিলেন অভিনেত্রীকে। তার অন্যতম কারণ, বিদ্যার তখনকার ঘরোয়া ‘অন স্ক্রিন ইমেজ’যা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। বাস্তবে হয়েওছিল তাই। তবু সিনেমাটি না করার উপদেশ তিনি মানেননি।

কারও কথা না শুনেই ‘দ্য ডার্টি পিকচার’-এ সই করেছিলেন বিদ্যা। মনে আছে নিশ্চয়ই, এ সিনেমায় ‘সিল্ক স্মিতা’র চরিত্রে অভিনয়ের সুবাদেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

বিজনেস আওয়ার/২৭ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ধূমপানে যেভাবে আসক্ত হয়েছিলেন বিদ্যা বালান

পোস্ট হয়েছে : ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : বিদ্যা বালানের বলিউডে অভিষেক ঘটেছিল পরিণীতা রূপে। মাথায় ঘনকালো চুল, কপালে টিপ। শাড়িতে তখন বিদ্যা বালান যেন পাশের বাড়ির পরিচিত মেয়ে হয়ে সবার কাছে ধরা দিয়েছিলেন।

কয়েক বছরের মধ্যেই বিদ্যার ব্যাপক পরিবর্তন ঘটে। ‘পরিণীতা’ থেকে হয়ে গেলেন ‘সিল্ক স্মিতা’। খোলামেলা পোশাক। খোলামেলা শরীর আর আবেদনময়ী রূপের আবেশ ছড়িয়ে বড়পর্দায় ঝড় তুললেন এ নায়িকা

তার অভিনয় ‘১০০ কোটি ক্লাব’-এ পৌঁছে দেয় ‘দ্য ডার্টি পিকচার’কে। কিন্তু এ সিনেমা করতে গিয়ে ধূমপান শুরু করেন অভিনেত্রী। যদিও সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন বিদ্যা বালান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হত। তাতেই সিগারেট পান শুরু করেন তিনি। দিনে তিনটি করে সিগারেট লাগত এ নায়িকার।

বিদ্যা বালান যেভাবে ধূমপানে আসক্ত হয়েছিলেনএ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশেপাশে যারা ধূমপান করতেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’

সে সব অবশ্য পুরোনো গল্প। ধূমপানকে অবশ্য এখন জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। তা পুরোপুরি স্বাস্থ্যের কারণে।

জানা গেছে, এ সিনেমা করার আগে অনেকেই সাবধান করেছিলেন অভিনেত্রীকে। তার অন্যতম কারণ, বিদ্যার তখনকার ঘরোয়া ‘অন স্ক্রিন ইমেজ’যা অনেকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। বাস্তবে হয়েওছিল তাই। তবু সিনেমাটি না করার উপদেশ তিনি মানেননি।

কারও কথা না শুনেই ‘দ্য ডার্টি পিকচার’-এ সই করেছিলেন বিদ্যা। মনে আছে নিশ্চয়ই, এ সিনেমায় ‘সিল্ক স্মিতা’র চরিত্রে অভিনয়ের সুবাদেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

বিজনেস আওয়ার/২৭ এপ্রিল/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: