ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তন আসতে পারে

  • পোস্ট হয়েছে : ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • 2

স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচে হাতেই রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা তৃতীয়টি এখন নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। নির্ভার বাংলাদেশ দলে তাই আসতে পারে বেশকিছু পরিবর্তন। এমনই আভাস দিয়েছেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) -এর সভাপতি নাজমুল হাসান।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মূল একাদশে পরিবর্তন আসতে পারে। তবে বড় কোনো পরিবর্তন হবে না।

দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। অথচ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনি। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের খেলায় এর কোনো প্রভাব পড়েনি। প্রথম ম্যাচে তো মাত্র ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখা দিলেন পুরনো রূপে।

বিজনেস আওয়ার/২৩ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তৃতীয় ওয়ানডের একাদশে পরিবর্তন আসতে পারে

পোস্ট হয়েছে : ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক :ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচে হাতেই রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা তৃতীয়টি এখন নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। নির্ভার বাংলাদেশ দলে তাই আসতে পারে বেশকিছু পরিবর্তন। এমনই আভাস দিয়েছেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) -এর সভাপতি নাজমুল হাসান।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মূল একাদশে পরিবর্তন আসতে পারে। তবে বড় কোনো পরিবর্তন হবে না।

দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। অথচ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনি। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের খেলায় এর কোনো প্রভাব পড়েনি। প্রথম ম্যাচে তো মাত্র ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তো বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখা দিলেন পুরনো রূপে।

বিজনেস আওয়ার/২৩ জানুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: