বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া বাতিলের আবেদন করা ডেল্টা হসপিটালে রক্ষা পেয়েছে প্লেসমেন্ট ব্যবসায়ীরা। কোম্পানিটি শেয়াবাজারে আসার লক্ষ্যে আবেদন করার আগে প্লেসমেন্টে শেয়ার ইস্যু না করায় এই রক্ষা হয়েছে।
কাট-অফ প্রাইস নিয়ে হতাশা থেকে আইপিও প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডেল্টা হসপিটাল কর্তৃপক্ষ। এছাড়া আইপিও প্রক্রিয়া সামনের দিকে না এগোনোর জন্য বিএসইসিতে আবেদন করেছে।
রেড হেরিং প্রসপেক্টাস অনুযায়ি, ২০১৬ সালের ৬ অক্টোবর রোড শো করা ডেল্টা হসপিটাল সর্বশেষ ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর শেয়ার ইস্যু করেছে। তবে সেটা বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে রাইট শেয়ার। এক্ষেত্রে নতুন করে কারও কাছে শেয়ার ইস্যু করেনি। এছাড়া এর আগে ২০১৪ সালের ৫ মে বোনাস শেয়ার ইস্যু করেছিল। অর্থাৎ সেটাও ছিল বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে।
এ বিষয়ে ডেল্টা হসপিটালের সচিব আল মামুন (এসিএস) বিজনেস আওয়ারকে বলেন, আমাদের কোম্পানি থেকে কোন প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হয়নি। তাই প্লেসমেন্ট ব্যবসায়ীদের কোন ঝুঁকিও নেই।
বিজনেস আওয়ার/১০ জুন, ২০২০/আরএ
One thought on “ডেল্টা হসপিটালে প্লেসমেন্ট ব্যবসায়ীদের রক্ষা”