ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আর্মিনিয়ার কাছে পয়েন্ট হারালো বায়ার্ন

  • পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল আর্মিনিয়ার কাছে পয়েন্ট হারালো বায়ার্ন মিউনিখ। সোমবার রাতে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৩-৩ গোলে ড্রয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

মাচের শুরুতেই দুই গোলের লিড নেয় আর্মেনিয়া। ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটেই পিছিয়ে যায় বায়ার্ন। এসময় দলকে এগিয়ে দেন মাইকেল ভ্লাপ। প্রিটলের পাস ধরে ডি-বক্সে ঢুকেই দারুণ শটে জাল খুঁজে নেন এই ডাচ মিডফিল্ডার।

গোল শোধের জন্য প্রাণপণ লড়াইয়ের মধ্যেই আরও একটি গোল হজম করে বসে চ্যাম্পিয়নরা। ৩৭তম মিনিটে ভøাপের কর্নারে গোলটি করেন মিডফিল্ডার অ্যামোস পিয়েপার।

বিরতি থেকে ফিরেই ম্যাচের ব্যবধান কমায় বায়ার্ন। ম্যাচের ৪৮তম মিনিটে আলাবার উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ভলিতে ব্যবধান কমান রবার্ট লেভানডফস্কি। আসরে ২০ ম্যাচে ২৫তম গোলের দেখা পেলেন পলিশ স্ট্রাইকার।

এক মিনিটের ব্যবধাইে স্কোরলাইন ৩-১ করে আর্মিনিয়ার অস্ট্রিয়ান মিডফিল্ডার গিবাওয়া। ১২ মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে বায়ার্ন।

৫৭তম মিনিটে তোলিসোর হেড ঠিকানা খুঁজে পায়। আর জোরালো শটে ম্যাচ সমতায় ফেরান ডেভিস। পয়েন্ট খোয়ালেও খুব একটা সমস্যা হয়নি বায়ার্নের। ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বাভারিয়ানরা।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আর্মিনিয়ার কাছে পয়েন্ট হারালো বায়ার্ন

পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল আর্মিনিয়ার কাছে পয়েন্ট হারালো বায়ার্ন মিউনিখ। সোমবার রাতে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৩-৩ গোলে ড্রয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

মাচের শুরুতেই দুই গোলের লিড নেয় আর্মেনিয়া। ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটেই পিছিয়ে যায় বায়ার্ন। এসময় দলকে এগিয়ে দেন মাইকেল ভ্লাপ। প্রিটলের পাস ধরে ডি-বক্সে ঢুকেই দারুণ শটে জাল খুঁজে নেন এই ডাচ মিডফিল্ডার।

গোল শোধের জন্য প্রাণপণ লড়াইয়ের মধ্যেই আরও একটি গোল হজম করে বসে চ্যাম্পিয়নরা। ৩৭তম মিনিটে ভøাপের কর্নারে গোলটি করেন মিডফিল্ডার অ্যামোস পিয়েপার।

বিরতি থেকে ফিরেই ম্যাচের ব্যবধান কমায় বায়ার্ন। ম্যাচের ৪৮তম মিনিটে আলাবার উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ভলিতে ব্যবধান কমান রবার্ট লেভানডফস্কি। আসরে ২০ ম্যাচে ২৫তম গোলের দেখা পেলেন পলিশ স্ট্রাইকার।

এক মিনিটের ব্যবধাইে স্কোরলাইন ৩-১ করে আর্মিনিয়ার অস্ট্রিয়ান মিডফিল্ডার গিবাওয়া। ১২ মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে বায়ার্ন।

৫৭তম মিনিটে তোলিসোর হেড ঠিকানা খুঁজে পায়। আর জোরালো শটে ম্যাচ সমতায় ফেরান ডেভিস। পয়েন্ট খোয়ালেও খুব একটা সমস্যা হয়নি বায়ার্নের। ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে বাভারিয়ানরা।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: