ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএমএমইউ চিকিৎসকদের অবস্থান ধর্মঘটের হুমকি

  • পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অফিস সহায়কের হাতে ভাইরোলজি বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় রেসিডেন্টসহ চিকিৎসকরা অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

এ প্রসঙ্গে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ফেইজ-বি আবাসিক একজন চিকিৎসক এমএলএসএস কর্তৃক এসাল্ট (লাঞ্ছিত) হয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক। আজ আমরা রেসিডেন্টসহ সব চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে অবস্থান ধর্মঘট করব।

তিনি আরও বলেন, আমাদের দাবি লাঞ্ছনাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত কোনো রেসিডেন্ট কাজে যোগদান করবেন না। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এ ঘটনায় যদি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ মামলা না করে তাহলে বিডিএফ মামলা করবে।

এ বিষয়ে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে যখন বিষয়টা জানতে পেরেছি, তখন এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাকি কাজগুলো শেষ করা হবে।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএসএমএমইউ চিকিৎসকদের অবস্থান ধর্মঘটের হুমকি

পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অফিস সহায়কের হাতে ভাইরোলজি বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় রেসিডেন্টসহ চিকিৎসকরা অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

এ প্রসঙ্গে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ফেইজ-বি আবাসিক একজন চিকিৎসক এমএলএসএস কর্তৃক এসাল্ট (লাঞ্ছিত) হয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক। আজ আমরা রেসিডেন্টসহ সব চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে অবস্থান ধর্মঘট করব।

তিনি আরও বলেন, আমাদের দাবি লাঞ্ছনাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত কোনো রেসিডেন্ট কাজে যোগদান করবেন না। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এ ঘটনায় যদি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ মামলা না করে তাহলে বিডিএফ মামলা করবে।

এ বিষয়ে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে যখন বিষয়টা জানতে পেরেছি, তখন এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাকি কাজগুলো শেষ করা হবে।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: