1. [email protected] : Asim : Asim
  2. [email protected] : anis : anis
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
  5. [email protected] : Polash : Polash
  6. [email protected] : Rajowan : Rajowan
  7. [email protected] : Riyad : Riyad
  8. [email protected] : sattar miazi : sattar miazi
ফের নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি লিওন
রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:০৫ অপরাহ্ন

ফের নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি লিওন

  • পোস্ট হয়েছে : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

বিনোদন ডেস্ক : উন্মুক্ত বক্ষবিভাজিকা, চোখে রোদ চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পরনে হলুদ মনোকিনিতে সুইমিং পুলে সানি লিওন। এমনই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন। যা এখন ভাইরাল নেট দুনিয়ায়।

ছবির ক্যাপশনে সানি লিখেছেন, তোমার কাজে অমনোযোগী হওয়ার কারণ দিলাম।

মুহূর্তেই এই ছবি নেটিজেনদের নজর কেড়ে নেয়। সবসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সানি। দিন তিনেক আগেও ভিন্নরূপে ধরা দিয়েছিলেন তিনি। একটি ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন অভিনেত্রী।

খোলা চুল, কপালে চন্দন টিপে সেই সানি একটু আলাদা। তার পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরলের মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক।

এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছিলেন সোনার দুল, পায়ে সোনার নূপুর, হাতে লাল চুড়ি। সানির এই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। এরপেরই জলে ভেজা শরীরে ‘জলপরী’ সানি লিওনে পুল টাইমের একাধিক ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

সানি লিওনেকে শেষ দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘বুলেটস’-এ। পাশাপাশি ‘অনামিকা’ ওয়েব শোয়েরও শুটিং শুরু করেছেন তিনি। যেটি পরিচালনা করছেন বিক্রম ভাট।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
এ বিভাগের আরো সংবাদ
lanka-bangla-ibroker-businesshour24