বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেচে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৩৬ লাখ ৭০ হাজার ৯২৫টি শেয়ার ২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ১৪ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৬ লাখ টাকার যমুনা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের।
এছাড়া বিএসআরএম লিমিটেডের ২০ লাখ ৫২ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ লাখ ৩০ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৫১ লাখ টাকার, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭ লাখ ৮৮ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১০ লাখ ৩৭ হাজার টাকার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৫ লাখ ২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১০ লাখ টাকার, নাভানা সিএনজির ৮ লাখ ৯১ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৬ লাখ টাকার এবং সায়হাম কটনের ১৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২০/এস