বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে মোট সুস্থতার সংখ্যা গতকালের রোববারের চেয়ে সোমবার (১৫ জুন) অনেক বেশি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
গতকাল মোট সুস্থতার সংখ্যা বলা হয়েছিল ১৮ হাজার ৭৭০। কিন্তু আজ বলা হয়েছে সংক্রমণ শুরুর পর থেকে মোট ৩৪,০২৭ জন হয়েছেন। গতকালের মোট সুস্থতার সংখ্যার সাথে একদিনে ১৫,২৯৭ বেশি যোগ হয়েছেন। ফলে একদিনের ব্যবধানে ২১ শতাংশ থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫৫ শতাংশে!
গতকাল থেকে সুস্থতার হারে এত পার্থক্য সম্পর্কে ব্যাখ্যা করে নাসিমা সুলতানা বলেন, গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে হাসপাতালে শুধু না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন তাদের সবাই এটার মধ্যে যোগ হয়েছেন।
বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২০/এ