ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন সাকলাইন

  • পোস্ট হয়েছে : ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের সময়ের সেরা স্পিনারদের তালিকায় ঠাই পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তানের সাবেক অফস্পিনার।

সাক্ষাৎকারে সাকলাইন একে একে তুলে ধরেছেন এই সময়ে তার পছন্দের স্পিনারদের নাম। এই তালিকায় তিনি টেস্ট ফরমেটে সেরা মনে করেন অস্ট্রেলিয়ান নাথান লায়নকে। এরপর রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবকে।

তারপরই এসেছে সাকিব প্রসঙ্গ। একটা সময় বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে সাকলাইন বলেন, সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।

সেরাদের এই তালিকায় নিজের দেশ পাকিস্তানের দুজন স্পিনারকে বেছে নিয়েছেন সাকলাইন। দুজনই হলেন শাদাব খান এবং ইয়াসির শাহ। তাদের বাপারে তিনি বলেন, শাদাব অনেক প্রতিশ্রুতিশীল এবং আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন সাকলাইন

পোস্ট হয়েছে : ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের সময়ের সেরা স্পিনারদের তালিকায় ঠাই পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তানের সাবেক অফস্পিনার।

সাক্ষাৎকারে সাকলাইন একে একে তুলে ধরেছেন এই সময়ে তার পছন্দের স্পিনারদের নাম। এই তালিকায় তিনি টেস্ট ফরমেটে সেরা মনে করেন অস্ট্রেলিয়ান নাথান লায়নকে। এরপর রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবকে।

তারপরই এসেছে সাকিব প্রসঙ্গ। একটা সময় বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে সাকলাইন বলেন, সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।

সেরাদের এই তালিকায় নিজের দেশ পাকিস্তানের দুজন স্পিনারকে বেছে নিয়েছেন সাকলাইন। দুজনই হলেন শাদাব খান এবং ইয়াসির শাহ। তাদের বাপারে তিনি বলেন, শাদাব অনেক প্রতিশ্রুতিশীল এবং আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: