1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : bikash halder : bikash halder
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সাকিবকে 'বুদ্ধিমান স্পিনার' আখ্যা দিয়েছেন সাকলাইন
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন সাকলাইন

  • পোস্ট হয়েছে : সোমবার, ১৫ জুন, ২০২০
print sharing button

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের সময়ের সেরা স্পিনারদের তালিকায় ঠাই পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তানের সাবেক অফস্পিনার।

সাক্ষাৎকারে সাকলাইন একে একে তুলে ধরেছেন এই সময়ে তার পছন্দের স্পিনারদের নাম। এই তালিকায় তিনি টেস্ট ফরমেটে সেরা মনে করেন অস্ট্রেলিয়ান নাথান লায়নকে। এরপর রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবকে।

তারপরই এসেছে সাকিব প্রসঙ্গ। একটা সময় বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে সাকলাইন বলেন, সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।

সেরাদের এই তালিকায় নিজের দেশ পাকিস্তানের দুজন স্পিনারকে বেছে নিয়েছেন সাকলাইন। দুজনই হলেন শাদাব খান এবং ইয়াসির শাহ। তাদের বাপারে তিনি বলেন, শাদাব অনেক প্রতিশ্রুতিশীল এবং আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।

বিজনেস আওয়ার/১৫ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ