ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কিছুটা কমেছে, বেড়েছে মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এর আগের দিন (১৮ মার্চ) করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৭ জনের এবং মৃত্যু হয়েছিল ১৬ জনের। এহিসেবে শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৬২৪ জনের।

শুক্রবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূণ্য চার শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, রংপুরে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কিছুটা কমেছে, বেড়েছে মৃত্যু

পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এর আগের দিন (১৮ মার্চ) করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৮৭ জনের এবং মৃত্যু হয়েছিল ১৬ জনের। এহিসেবে শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৬২৪ জনের।

শুক্রবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূণ্য চার শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৬৮ হাজার ১১১ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ১৯ হাজার ১৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, রংপুরে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

বিজনেস আওয়ার/১৯ মার্চ, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: