ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো তুরস্ক

  • পোস্ট হয়েছে : ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • 5

স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক বছর পর কাতার বিশ্বকাপ। তার আগে খুব টাইট সিডিউলের মধ্যে ইউরোপকে শুরু করতে হলো বিশ্বকাপ বাছাই। তবে, প্রথম দিনেই অঘটনের জন্ম দিল তুরস্ক। নেদারল্যান্ডসকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।

বাছাই পর্ব উতরাতে না পারারর কারণে গত রাশিয়া বিশ্বকাপেও খেলতে পারেনি ডাচরা। এবারও কী তবে তারা সেই পথে হাঁটতে শুরু করেছে? যদিও এক ম্যাচ শেষে কোনো সিদ্ধান্ত দেয়া যায় না।

তুর্কিদের পক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেন অধিনায়ক বুরাক ইয়ালমাজ। বাকি গোলটি করেন হাকান চালহানোগলু। ডাচদের হয়ে গোল দুটি করেন ড্যাভি ক্লাসেন এবং লুক ডি জং।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটে গোলের সূচনা করেন বুরাক ইয়ালমাজ। দুর্দান্ত এক শটে তিনি বলটি জড়িয়ে দেন নেদারল্যান্ডসের জালে। এর ২০ মিনিট পর, খেরার ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন বুরাক।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো এক গোল দিয়ে বসে তুরস্ক। এবার হাকান চালহানোগলু গোল দিলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

তবে শেষ দিকে ফিরে আসার চেষ্টা করেছিল ডাচরা। পরপর দুই গোল দিয়ে তারা ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। ড্যাভি ক্লাসেন ৭৫ মিনিটে এবং লুক ডি জং গোল করেন ৭৬ মিনিটে।

কিন্তু ম্যাচের ৮১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে আবারও গোল করে বসেন বুরাক ইয়ালমাজ। একই সঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সে সঙ্গে ৪-২ গোলের ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন বুরাক ইয়ালমাজ।

বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো তুরস্ক

পোস্ট হয়েছে : ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক বছর পর কাতার বিশ্বকাপ। তার আগে খুব টাইট সিডিউলের মধ্যে ইউরোপকে শুরু করতে হলো বিশ্বকাপ বাছাই। তবে, প্রথম দিনেই অঘটনের জন্ম দিল তুরস্ক। নেদারল্যান্ডসকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।

বাছাই পর্ব উতরাতে না পারারর কারণে গত রাশিয়া বিশ্বকাপেও খেলতে পারেনি ডাচরা। এবারও কী তবে তারা সেই পথে হাঁটতে শুরু করেছে? যদিও এক ম্যাচ শেষে কোনো সিদ্ধান্ত দেয়া যায় না।

তুর্কিদের পক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করেন অধিনায়ক বুরাক ইয়ালমাজ। বাকি গোলটি করেন হাকান চালহানোগলু। ডাচদের হয়ে গোল দুটি করেন ড্যাভি ক্লাসেন এবং লুক ডি জং।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটে গোলের সূচনা করেন বুরাক ইয়ালমাজ। দুর্দান্ত এক শটে তিনি বলটি জড়িয়ে দেন নেদারল্যান্ডসের জালে। এর ২০ মিনিট পর, খেরার ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন বুরাক।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো এক গোল দিয়ে বসে তুরস্ক। এবার হাকান চালহানোগলু গোল দিলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

তবে শেষ দিকে ফিরে আসার চেষ্টা করেছিল ডাচরা। পরপর দুই গোল দিয়ে তারা ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। ড্যাভি ক্লাসেন ৭৫ মিনিটে এবং লুক ডি জং গোল করেন ৭৬ মিনিটে।

কিন্তু ম্যাচের ৮১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে আবারও গোল করে বসেন বুরাক ইয়ালমাজ। একই সঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। সে সঙ্গে ৪-২ গোলের ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন বুরাক ইয়ালমাজ।

বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: