ঢাকা , শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির বিপক্ষে খেলা হচ্ছে না লেভান্ডভস্কির

  • পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • 7

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল পোল্যান্ডের হয়ে বিশ্বকাপ বাছাই খেলতে নেমে ইনজুরিতে পড়েন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ট লেভান্ডভস্কি। ডান হাঁটুতে পাওয়া চোটের কারণে চার সপ্তাহর জন্য মাঠ থেকে ছিটকে গেছেন লেভান্ডভস্কি।

চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগায় বায়ার্নের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হবে না তার। আগামী ৭ এপ্রিল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজির বিপক্ষে খেলা রয়েছে বায়ার্ন মিউনিখের।

স্বাভাবিকভাবেই এই তারকা ফরোয়ার্ডকে পাবে না জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রবার্ট লেভান্ডভস্কি ডান হাঁটুতে চোট পেয়েছেন। প্রায় চার সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রোববার অ্যান্ডোরার বিপক্ষে পোল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন লেভান্ডভস্কি। সে ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেলেও ম্যাচের পুরো সময় মাঠে থাকতে পারেননি এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের খুঁড়িয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। আঘাত পাওয়ার আগে ম্যাচে জোড়া গোল করেন তিনি। এ চোটের কারণে মাঠে ফিরতে প্রায় এক মাসের মতো সময় লেগে যাবে লেভান্ডভস্কির।

ফলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির বিপক্ষে ৭ এপ্রিল ও ১৩ এপ্রিলের ম্যাচ দুটি খেলা হবে না তার। একই সঙ্গে বুন্দেসলিগায় টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের মুখোমুখি হবে বায়ার্ন। এ ম্যাচটিও মিস করবেন লেভান্ডভস্কি।

পাশপাশি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে পোল্যান্ড। এ ম্যাচেও মাঠে নামার সুযোগ নেই লেভান্ডভস্কির। লেভান্ডভস্কিকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে পোল্যান্ডকে।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিএসজির বিপক্ষে খেলা হচ্ছে না লেভান্ডভস্কির

পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল পোল্যান্ডের হয়ে বিশ্বকাপ বাছাই খেলতে নেমে ইনজুরিতে পড়েন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ট লেভান্ডভস্কি। ডান হাঁটুতে পাওয়া চোটের কারণে চার সপ্তাহর জন্য মাঠ থেকে ছিটকে গেছেন লেভান্ডভস্কি।

চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেসলিগায় বায়ার্নের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হবে না তার। আগামী ৭ এপ্রিল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজির বিপক্ষে খেলা রয়েছে বায়ার্ন মিউনিখের।

স্বাভাবিকভাবেই এই তারকা ফরোয়ার্ডকে পাবে না জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্নের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রবার্ট লেভান্ডভস্কি ডান হাঁটুতে চোট পেয়েছেন। প্রায় চার সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত রোববার অ্যান্ডোরার বিপক্ষে পোল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন লেভান্ডভস্কি। সে ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেলেও ম্যাচের পুরো সময় মাঠে থাকতে পারেননি এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের খুঁড়িয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। আঘাত পাওয়ার আগে ম্যাচে জোড়া গোল করেন তিনি। এ চোটের কারণে মাঠে ফিরতে প্রায় এক মাসের মতো সময় লেগে যাবে লেভান্ডভস্কির।

ফলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির বিপক্ষে ৭ এপ্রিল ও ১৩ এপ্রিলের ম্যাচ দুটি খেলা হবে না তার। একই সঙ্গে বুন্দেসলিগায় টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগের মুখোমুখি হবে বায়ার্ন। এ ম্যাচটিও মিস করবেন লেভান্ডভস্কি।

পাশপাশি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে পোল্যান্ড। এ ম্যাচেও মাঠে নামার সুযোগ নেই লেভান্ডভস্কির। লেভান্ডভস্কিকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে পোল্যান্ডকে।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: