ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দ. আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়!

  • পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • 4

স্পোর্টস ডেস্ক : কখনও নিশ্চিত জয়ের ম্যাচটি হাতছাড়া করা বা কখনও নিশ্চিত পরাজয়ের ম্যাচটিকেও উত্তেজনাপূর্ণ বানিয়ে জয় তুলে নেওয়া; পাকিস্তানের চেয়ে তা আর কারা ভালোভাবে জানবে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঠিক তেমন আরেকটি ম্যাচ উপহার দিল পাকিস্তান। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছে মিসবাহ-উল-হকের দল।

দক্ষিণ আফ্রিকার করা ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ফেলেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরি (১০৩) ও ইমাম উল হকের ফিফটিতে (৭০) মিলছিল সহজ জয়ের সুবাতাস। দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে বাবর যখন আউট হন, তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ উইকেটে ১০৩ বলে ৮৮ রান।

১৭ রান যোগ করতেই নেই ইমাম, দানিশ আজিজ ও আসিফ আলির উইকেট। অননুমেয় পাকিস্তান তখন কাঁপছে আরেকটা হারের শঙ্কায়। মোহাম্মদ রিজওয়ান আর শাদাব খান মিলে এরপর ৫৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিলেন কিছুটা। ২৫৬ রানে ফিরলেন রিজওয়ান, শাদাব ছিলেন বলে ১৬ বলে ১৮ রানের চাহিদাটা খুব বড় ঠেকছিল না। ১৫ রান তুলে কাজটা আরও একটু সহজ করে দিয়েছিলেন শাদাব, ফিরলেন এরপরই।

পরের তিনটি বল ডট হওয়ায় শঙ্কা ক্রমেই বাড়ছিল। কিন্তু এরপর দুই বলে তিন রান তুলে নেন ফাহিম আশরাফ। রাসি ফন ডার ডাসেনের অনবদ্য শতকে ভর করে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২৭৪ রানের চ্যালেঞ্জটাও রোমাঞ্চকরভাবে তাড়া করে ফেলে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭৩/৬ (ফন ডার ডাসেন ১২৩, মিলার ৫০, ফেলুকওয়ায়ো ২৯, রাবাদা ১৩; আফ্রিদি ৬১-২, ফাহিম ২৫-১, রউফ ৭২-২)।
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৪/৭ (ইমাম ৭০, বাবর ১০৩, রিজওয়ান ৪০, শাদাব ৩৩; রাবাদা ৫১-১, নরকিয়া ৫১-৪, ফেলুকওয়ায়ো ৫৬-২)।
ফলাফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।
ম্যাচসেরা: বাবর আজম।

বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ. আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়!

পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : কখনও নিশ্চিত জয়ের ম্যাচটি হাতছাড়া করা বা কখনও নিশ্চিত পরাজয়ের ম্যাচটিকেও উত্তেজনাপূর্ণ বানিয়ে জয় তুলে নেওয়া; পাকিস্তানের চেয়ে তা আর কারা ভালোভাবে জানবে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঠিক তেমন আরেকটি ম্যাচ উপহার দিল পাকিস্তান। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছে মিসবাহ-উল-হকের দল।

দক্ষিণ আফ্রিকার করা ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ফেলেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরি (১০৩) ও ইমাম উল হকের ফিফটিতে (৭০) মিলছিল সহজ জয়ের সুবাতাস। দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে বাবর যখন আউট হন, তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ উইকেটে ১০৩ বলে ৮৮ রান।

১৭ রান যোগ করতেই নেই ইমাম, দানিশ আজিজ ও আসিফ আলির উইকেট। অননুমেয় পাকিস্তান তখন কাঁপছে আরেকটা হারের শঙ্কায়। মোহাম্মদ রিজওয়ান আর শাদাব খান মিলে এরপর ৫৩ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দিলেন কিছুটা। ২৫৬ রানে ফিরলেন রিজওয়ান, শাদাব ছিলেন বলে ১৬ বলে ১৮ রানের চাহিদাটা খুব বড় ঠেকছিল না। ১৫ রান তুলে কাজটা আরও একটু সহজ করে দিয়েছিলেন শাদাব, ফিরলেন এরপরই।

পরের তিনটি বল ডট হওয়ায় শঙ্কা ক্রমেই বাড়ছিল। কিন্তু এরপর দুই বলে তিন রান তুলে নেন ফাহিম আশরাফ। রাসি ফন ডার ডাসেনের অনবদ্য শতকে ভর করে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২৭৪ রানের চ্যালেঞ্জটাও রোমাঞ্চকরভাবে তাড়া করে ফেলে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭৩/৬ (ফন ডার ডাসেন ১২৩, মিলার ৫০, ফেলুকওয়ায়ো ২৯, রাবাদা ১৩; আফ্রিদি ৬১-২, ফাহিম ২৫-১, রউফ ৭২-২)।
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৪/৭ (ইমাম ৭০, বাবর ১০৩, রিজওয়ান ৪০, শাদাব ৩৩; রাবাদা ৫১-১, নরকিয়া ৫১-৪, ফেলুকওয়ায়ো ৫৬-২)।
ফলাফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।
ম্যাচসেরা: বাবর আজম।

বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: