ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কোপা দেল রে’র শিরোপা জিতল সোসিয়েদা

  • পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • 5

স্পোর্টস ডেস্ক : ৩৪ বছর পর স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা ঘরে তুললো রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে সোসিয়েদাদ। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারজাবাল।

শেষবার ১৯৮৬/৮৭ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছিল দলটি। এরপর ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল তারা। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।

পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সোসিয়েদাদ। গোলের উদ্দেশে মোট দুটি শট নেয় দলটি, যার একটি লক্ষ্যে। অবশ্য আক্রমণে তেমন ভালো করেনি বিলবাও-ও। ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগের মধ্যে প্রথমটি পায় বিলবাও। ৩৩তম মিনিটে ইনিগো মার্টিনেজের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় তারা। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পটকিকে ম্যাচে ফল ঠিক করে দেন ওয়ারজাবাল। আর এতেই জয় নিশ্চিত হয় সোসিয়েদাদের।

বিজনেস আওয়ার/০৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কোপা দেল রে’র শিরোপা জিতল সোসিয়েদা

পোস্ট হয়েছে : ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : ৩৪ বছর পর স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা ঘরে তুললো রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে সোসিয়েদাদ। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারজাবাল।

শেষবার ১৯৮৬/৮৭ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছিল দলটি। এরপর ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল তারা। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।

পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সোসিয়েদাদ। গোলের উদ্দেশে মোট দুটি শট নেয় দলটি, যার একটি লক্ষ্যে। অবশ্য আক্রমণে তেমন ভালো করেনি বিলবাও-ও। ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগের মধ্যে প্রথমটি পায় বিলবাও। ৩৩তম মিনিটে ইনিগো মার্টিনেজের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় তারা। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পটকিকে ম্যাচে ফল ঠিক করে দেন ওয়ারজাবাল। আর এতেই জয় নিশ্চিত হয় সোসিয়েদাদের।

বিজনেস আওয়ার/০৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: