ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির অপেক্ষায় শতশত মানুষ

  • পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : সোমবার থেকে সাত দিনের লকডাউন, তাই সকাল থেকে গন্তব্যে যেতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভিড় করেছেন শত শত মানুষ। তবে যানবাহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও যেতে পাচ্ছেন না অনেকেই। অন্যদিকে রয়েছে যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়ারও অভিযোগ।

রোববার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসন্ট্যান্ড এলাকায় দেখা যায় দেশের বিভিন্ন গন্তব্যে যেতে এখানে অপেক্ষমাণ শত শত মানুষ। কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। কোন একটি গাড়ি দাঁড়ালেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। পরিবহণগুলোতেও মানা হচ্ছে না একসিট খালি রাখার বিধিনিষেধ। গাদাগাদি করে অতিরিক্ত যাত্রি পরিবহন করছে অধিকাংশ গণপরিবহণ।

যাত্রীরা জানান, তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করেও তারা নির্দিষ্ট গন্তব্যের যানবাহন পাচ্ছেন না। আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অতিরিক্ত মানুষের চাপে সংক্রমণের ঝুঁকিও বেড়ে গেছে বহুগুণ।

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মানাতে নিয়মিতই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

বিজনেস আওয়ার/০৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির অপেক্ষায় শতশত মানুষ

পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (টাঙ্গাইল) : সোমবার থেকে সাত দিনের লকডাউন, তাই সকাল থেকে গন্তব্যে যেতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভিড় করেছেন শত শত মানুষ। তবে যানবাহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও যেতে পাচ্ছেন না অনেকেই। অন্যদিকে রয়েছে যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়ারও অভিযোগ।

রোববার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসন্ট্যান্ড এলাকায় দেখা যায় দেশের বিভিন্ন গন্তব্যে যেতে এখানে অপেক্ষমাণ শত শত মানুষ। কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। কোন একটি গাড়ি দাঁড়ালেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। পরিবহণগুলোতেও মানা হচ্ছে না একসিট খালি রাখার বিধিনিষেধ। গাদাগাদি করে অতিরিক্ত যাত্রি পরিবহন করছে অধিকাংশ গণপরিবহণ।

যাত্রীরা জানান, তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করেও তারা নির্দিষ্ট গন্তব্যের যানবাহন পাচ্ছেন না। আর পেলেও কয়েকগুণ বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অতিরিক্ত মানুষের চাপে সংক্রমণের ঝুঁকিও বেড়ে গেছে বহুগুণ।

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মানাতে নিয়মিতই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

বিজনেস আওয়ার/০৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: