1. [email protected] : Asim : Asim
  2. [email protected] : anis : anis
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
  5. [email protected] : Polash : Polash
  6. [email protected] : Rajowan : Rajowan
  7. [email protected] : Riyad : Riyad
  8. [email protected] : sattar miazi : sattar miazi
ফ্লোর প্রাইস তুলে নেওয়া ৬১ কোম্পানির পতন, ব্যতিক্রম নাভানা সিএনজি
রবিবার, ১১ এপ্রিল ২০২১, ১২:৪৫ অপরাহ্ন

ফ্লোর প্রাইস তুলে নেওয়া ৬১ কোম্পানির পতন, ব্যতিক্রম নাভানা সিএনজি

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শঙ্কার মধ্যে বুধবার (০৭ এপ্রিল) ৬৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর সীমা) তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যাতে প্রত্যাশিতভাবে লেনদেনের প্রথমদিনেই (বৃহস্পতিবার ০৮ এপ্রিল) সেগুলোর প্রায় সব কোম্পানির দর পতন হয়েছে। এরমধ্যে ব্যতিক্রম একমাত্র নাভানা সিএনজি। এই কোম্পানিটির দর বেড়েছে।

বুধবার লেনদেন শেষে প্রায় ১১০টি কোম্পানির সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে ছিল। তবে এরমধ্যে ৫০ টাকার নিচে অবস্থান করা ৬৬ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় কমিশন। যেগুলোর বাজার মূলধন ৫ শতাংশের কাছাকাছি।

যাতে ওইসব কোম্পানির দর পতন হলেও বাজারে প্রভাব পড়বে না বলে ধারনা করেছিল কমিশন। যার আলোকে কোম্পানিগুলো থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়। কিন্তু ওইসব কোম্পানির দর পতনে অন্যসব কোম্পানির উপরেও যে নেতিবাচক প্রভাব পড়বে, সেটি কমিশন আমলে নেয়নি। যাতে আজ শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

দেখা গেছে, ৬৬টি কোম্পানির মধ্যে লেনদেন হওয়া ৬৩টির মধ্যে ৬১টির আজ দর পতন হয়েছে। আর নাভানা সিএনজির দর বেড়েছে ও আরএন স্পিনিংয়ের দর অপরিবর্তিত রয়েছে। বাকি ৩ কোম্পানির শেয়ার রেকর্ড ডেট ও স্থগিতাদেশের কারনে লেনদেন হয়নি।

এরমধ্যে রেকর্ড ডেটের কারনে গোল্ডেন হার্ভেস্টের শেয়ার আজ লেনদেন বন্ধ ছিল। এছাড়া বিডি সার্ভিসের শেয়ার দীর্ঘদিন ধরে বিক্রেতা না থাকায় লেনদেন হয় না এবং পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে স্টক এক্সচেঞ্জ।

বিএসইসি বড্ড অসময়ে ফ্লোর প্রাইস তুলে নিয়েছে বলে অনেকে সমালোচনা করছেন। বাজারে যখন লেনদেন ১৫০০-২০০০ কোটি হচ্ছিল এবং সূচকে তেজিভাব ছিল, ওইসময় ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া যেত বলে অনেকে মনে করেন। আর এই মুহুর্তে তুলে নেওয়াটাকে খামখেয়ালি বলেই মনে করছেন অনেকে।

তবে কমিশনের একটি সূত্রে জানা গেছে, কমিশন ধারনা করেছিল মূল্যসূচক ৫৯০০ থেকে নেমে কারেকশন হয়ে ৫৬০০ পয়েন্ট পর্যন্ত নামবে। এরপরে সূচক আবার উর্ধ্বমূখী হবে। ওইসময় ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তেমনটি হয়নি। সূচক ধারাবাহিক পতন হয়ে ৫ হাজার ১শ’র নিচে নেমে যায়। যে কারনে পরিকল্পনা অনুযায়ি ফ্লোর প্রাইস তোলা সম্ভব হয়নি।  

নিম্নে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া ৬৬ কোম্পানির তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামফ্লোর প্রাইসআজকের দর
**নাভানা সিএনজি৩৩.১০৩৩.৪০
*আর.এন স্পিনিং মিলস৩.৭০৩.৭০
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড৫.৮০৫.৭০
জাহিন স্পিনিং৬.৩০৫.৭০
রিং সাইন৬.৪০৫.৮০
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৬.৯০৬.৪০
অলিম্পিক এক্সেসোরিজ৬.৮০৬.৩০
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড৭.১০৬.৭০
নূরানী ডাইং অ্যান্ড সুয়েটার৭.৭০
রিজেন্ট টেক্সটাইল মিলস৭.৮০৭.১০
এসইএমএল এফবিএলএফএসএল গ্রোথ ফান্ড৭.৬০
ইভিন্স টেক্সটাইলস৮.২০৭.৪০
প্যাসিফিক ডেনিমস৮.৫০৭.৭০
মেট্রো স্পিনিং৮.৫০৭.৭০
কাট্টলি টেক্সটাইল৯.৩০৮.৭০
ফার কেমিক্যালস৯.৮০৮.৯০
দেশবন্ধু পলিমার ইন্ডাস্ট্রিজ১০.৫০৯.৬০
ইয়াকিন পলিমার১১.১০১০
সাফকো স্পিনিং মিলস১১.২০১০.১০
সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস১২১০.৮০
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড১১.৫০১০.৪০
বীচ হ্যাচারি১৩.৬০১২.৩০
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ১৪.৬০১৩.২০
শেফার্ড ইন্ডাস্ট্রিজ১৫.১০১৩.৬০
হামিদ ফেব্রিক্স১৫.৭০১৪.২০
প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস১৬.৬০১৫.২০
সায়হাম কটন মিলস১৬.১০১৪.৫০
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস১৬.২০১৪.৬০
এএফসি এগ্রো বায়োটেক১৭১৫.৩০
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লস্টিকস১৭১৫.৯০
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং১৭.৬০১৫.৯০
সিলভা ফার্মাসিউটিক্যালস১৮.৩০১৬.৫০
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস১৯.১০১৭.২০
আরগন ডেনিমস১৯.২০১৭.৩০
কপারটেক ইন্ডাস্ট্রিজ২০.৭০১৮.৭০
শাশা ডেনিমস২১.৬০১৯.৫০
সুহৃদ ইন্ডাস্ট্রিজ২১.৭০১৯.৬০
এস্কয়ার নিট কম্পোজিট২২২০.৩০
ভিএফএস থ্রেড ডাইং২২.৫০২০.৩০
আইপিডিসি ফাইন্যান্স২৩.৭০২২.৫০
ফনিক্স ফাইন্যান্স২২.৭০২১.৫০
এডভেন্ট ফার্মা২২.৮০২০.৬০
আরএসআরএম২২.৯০২০.৭০
কুইন সাউথ টেক্সটাইল২৪২১.৬০
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক২৪.১০২১.৭০
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড২৪.৩০২১.৯০
রূপালী ব্যাংক২৪.৪০২২.৭০
সায়হাম টেক্সটাইলস মিলস২৪.৫০২২.১০
সোনারগাঁও টেক্সটাইলস২৪.৫০২২.১০
আলিফ ইন্ডাস্ট্রিজ২৬.২০২৩.৬০
গ্লোবাল হেভি কেমিক্যালস৩১২৮
ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি৩৪.৮০৩১.৮০
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট৩৯.৫০৩৫.৬০
স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স৪০৩৮.১০
ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স৪০.১০৩৭.৩০
উত্তরা ফাইন্যান্স৪৩.৬০৩৯.৩০
উসমানিয়া গ্লাস৪৪.৮০৪২.৯০
খুলনা পাওয়ার৪৫.৩০৪০.৮০
নাহি অ্যালুমিনিয়াম৪৭.১০৪২.৪০
দুলামিয়া কটন৪৮.১০৪৩.৫০
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ৪৮.২০৪৩.৪০
প্যারামাউন্ট টেক্সটাইলস৪৮.৯০৪৪.১০
এমএল ডাইং৫০৪৫
*গোল্ডেন হার্ভেস্ট এগ্রো১৬.৭০১৬.৭০
*বাংলাদেশ সার্ভিস৫.২০৫.২০
*পিপলস লিজিং

বিজনেস আওয়ার/০৮ এপ্রিল, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
এ বিভাগের আরো সংবাদ
lanka-bangla-ibroker-businesshour24