ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ রিয়াজ

  • পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • 0

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেতা রিয়াজের৷ দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

জানা গেছে, গেল ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷

তবে এ নায়ক তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে গিয়ে সুখবরই দিলেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি৷ দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভই এসেছে৷ তবে শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।

দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। পাশাপাশি অসুস্থ থাকা চলচ্চিত্রের দুই কিংবদন্তি শিল্পী ফারুক ও কবরীর জন্যও দোয়া চেয়েছেন তিনি সবার কাছে৷

সবাইকে সাবধান ও নিরাপদ থাকার বার্তা দিয়ে রিয়াজ বলেন, ‘করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।’

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু’ সিনেমায় রিয়াজ অভিনয় করছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে৷ এরইমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তিনি শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার৷

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ রিয়াজ

পোস্ট হয়েছে : ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেতা রিয়াজের৷ দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।

জানা গেছে, গেল ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷

তবে এ নায়ক তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে গিয়ে সুখবরই দিলেন। আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি৷ দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভই এসেছে৷ তবে শারীরিক উন্নতিটা উপলব্ধি করতে পারছেন।

দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। পাশাপাশি অসুস্থ থাকা চলচ্চিত্রের দুই কিংবদন্তি শিল্পী ফারুক ও কবরীর জন্যও দোয়া চেয়েছেন তিনি সবার কাছে৷

সবাইকে সাবধান ও নিরাপদ থাকার বার্তা দিয়ে রিয়াজ বলেন, ‘করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।’

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু’ সিনেমায় রিয়াজ অভিনয় করছেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে৷ এরইমধ্যে বেশ কিছু অংশের শুটিংও শেষ করেছেন তিনি শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার৷

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: