ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের মাঠে ছয় ম্যাচ পর জয় পেলো লিভারপুল

  • পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক :দুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। অবশ্য লিগ ম্যাচ খেলতে নেমে জয় পেলো ইয়ূর্গেন ক্লপের দল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে আজ ২-১ গোলে জিতেছে লিভারপুল। এ নিয়ে ঘরের মাঠে ছয় ম্যাচ পর জয় পেলো দলটি।

শনিবার রাতে ম্যাচে ১৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মোহাম্মদ সালাহ। ৩১ মিনিটে অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের ফ্রি-কিক অল্পের জন্য জালে জড়ায়নি। ৪৩ মিনিটে গোলরক্ষক অ্যালিসন বেকারের ভুলে পিছিয়ে পড়ে লিভারপুল। ওয়াটকিন্সের শট হাত লাগালে রুখতে ব্যর্থ হয়েছেন। ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরেই অ্যাস্টন ভিলার জালে বল জড়িয়ে দেন রবার্তো ফিরমিনো। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়ে যায়। ম্যাচের ৫৭ মিনিটে গোলরক্ষকের ঠেকানো বল সামনে পেলে সহজেই গোল করে ব্যবধান ১-১ করেন মোহাম্মদ সালাহ। পাঁচ মিনিট পর লিভারপুলের মিশরীয় মিডফিল্ডার ক্রেজেগের কোনাকুনি শট পোস্টে লেগে বেরিয়ে যায়।

লিভারপুল জয়সূচক গোলটা পেয়েছে একেবারে যোগ করা সময়ে। বদলি খেলোয়াড় থিয়াগো আলকান্তার শট অ্যাস্টন ভিলা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল গিয়ে পড়ে অ্যালেকজান্ডার আর্নল্ডের সামনে। জোড়ালো শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। যাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লিভারপুল।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঘরের মাঠে ছয় ম্যাচ পর জয় পেলো লিভারপুল

পোস্ট হয়েছে : ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক :দুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। অবশ্য লিগ ম্যাচ খেলতে নেমে জয় পেলো ইয়ূর্গেন ক্লপের দল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে আজ ২-১ গোলে জিতেছে লিভারপুল। এ নিয়ে ঘরের মাঠে ছয় ম্যাচ পর জয় পেলো দলটি।

শনিবার রাতে ম্যাচে ১৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মোহাম্মদ সালাহ। ৩১ মিনিটে অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের ফ্রি-কিক অল্পের জন্য জালে জড়ায়নি। ৪৩ মিনিটে গোলরক্ষক অ্যালিসন বেকারের ভুলে পিছিয়ে পড়ে লিভারপুল। ওয়াটকিন্সের শট হাত লাগালে রুখতে ব্যর্থ হয়েছেন। ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরেই অ্যাস্টন ভিলার জালে বল জড়িয়ে দেন রবার্তো ফিরমিনো। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়ে যায়। ম্যাচের ৫৭ মিনিটে গোলরক্ষকের ঠেকানো বল সামনে পেলে সহজেই গোল করে ব্যবধান ১-১ করেন মোহাম্মদ সালাহ। পাঁচ মিনিট পর লিভারপুলের মিশরীয় মিডফিল্ডার ক্রেজেগের কোনাকুনি শট পোস্টে লেগে বেরিয়ে যায়।

লিভারপুল জয়সূচক গোলটা পেয়েছে একেবারে যোগ করা সময়ে। বদলি খেলোয়াড় থিয়াগো আলকান্তার শট অ্যাস্টন ভিলা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল গিয়ে পড়ে অ্যালেকজান্ডার আর্নল্ডের সামনে। জোড়ালো শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। যাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লিভারপুল।

বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: