বিজনেস আওয়ার প্রতিবেদক : গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশের কাছে অতিরিক্ত ট্যারিফ চার্জ দাবি করছে। এ নিয়ে প্রতিষ্ঠান দুটি দ্বন্ধে জড়িয়ে পড়েছে। যা এখন আদালতের মাধ্যমে সমাধানের প্রক্রিয়ায় রয়েছে।
লাফার্জহোলসিমের ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, জালালাবাদ গ্যাসের অতিরিক্ত অর্থ প্রদানের দাবির পরিপ্রেক্ষিতে লাফার্জহোলসিম আইনী উপদেষ্টার মতামত নেয়। যারা ২০০৩ সালের ১৯ জানুয়ারির গ্যাস বিক্রয় চুক্তি (জিএসএ) দ্বারা গ্যাসের মূল্য পরিচালিত হয় বলে মতামত দিয়েছে। এক্ষেত্রে প্রতি হাজার স্ট্যান্ডার্ড কিউবিক ফুটের সিলিং দাম ২.৮০ ডলার।
কিন্তু অতিরিক্ত ট্যারিফ চার্জ না দিলে এক নোটিশের মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে জিএসএ বাতিল এবং প্লান্টে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে জালালাবাদ গ্যাস।
এর প্রেক্ষিতে লাফার্জহোলসিম একটি সালিশির আবেদন করে এবং হাইকোর্ট বিভাগ গত ৭ ফেব্রুয়ারি একটি রুল জারি করে। পরে রুলের শুনানি মুলতুবি রেখে আদালত লাফার্জহোলসিমের প্ল্যান্টে গ্যাস সরবরাহের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে জালালাবাদ গ্যাসকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এই নির্দেশ জারির করার দিন থেকে ৩ মাস জালালাবাদ গ্যাসকে জিএসএ বাতিল বা গ্যাস সরবরাহ বন্ধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লাফার্জহোলসিমের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৫.৩২ শতাংশ।
আরও পড়ুন…….
অগ্রণী ইন্স্যুরেন্সে নিরীক্ষকের আপত্তি
রবির নামমাত্র লভ্যাংশে খুশি হতে পারেনি বিনিয়োগকারীরা
বিজনেস আওয়ার/১১ এপ্রিল, ২০২১/আরএ
One thought on “ট্যারিফ চার্জ নিয়ে বিরোধে জালালাবাদ গ্যাস ও লাফার্জহোলসিম”