ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

  • পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৪ রানের জন্য ম্যাচ হারতে হয় রাজস্থান রয়্যালসের। শুধু ম্যাচ হেরেই শেষ হয়নি রাজস্থানের দুর্দশা। প্রথম ম্যাচটি খেলেই পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন রাজস্থানের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্টোকসকে ঘিরেই সাজানো হয় রাজস্থানের পরিকল্পনা। কিন্তু আঙুলের ইনজুরিতে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না স্টোকস। ম্যাচে রায়ান পরাগের বলে ক্রিস গেইলের ক্যাচ নিতে লং অন থেকে দৌড়ে এসে ডাইভ দেন স্টোকস। তখনই বাঁহাতের আঙুলে ব্যথা পান তিনি।

রাজস্থানের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মাঠ এবং মাঠের বাইরে রয়্যালস পরিবারের অমূল্য সম্পদ ও অনেক বড় শক্তির জায়গা স্টোকসের প্রতি রাজস্থান রয়্যালসের সকলের বিশেষ সম্মান। আমরা তার দ্রুত সুস্থতা আশা করছি। তবে দলের সঙ্গে থেকেই মাঠের বাইরে থেকে দলকে সাহায্য করবেন স্টোকস।

স্টোকস ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডের মধ্যেই বিকল্প খেলোয়াড় ভাবতে হবে রাজস্থানকে। সেক্ষেত্রে তারা একাদশে সুযোগ দিতে পারে ডেভিড মিলার কিংবা লিয়াম লিভিংস্টোনের মধ্যে একজনকে।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

পোস্ট হয়েছে : ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৪ রানের জন্য ম্যাচ হারতে হয় রাজস্থান রয়্যালসের। শুধু ম্যাচ হেরেই শেষ হয়নি রাজস্থানের দুর্দশা। প্রথম ম্যাচটি খেলেই পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন রাজস্থানের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে স্টোকসকে ঘিরেই সাজানো হয় রাজস্থানের পরিকল্পনা। কিন্তু আঙুলের ইনজুরিতে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না স্টোকস। ম্যাচে রায়ান পরাগের বলে ক্রিস গেইলের ক্যাচ নিতে লং অন থেকে দৌড়ে এসে ডাইভ দেন স্টোকস। তখনই বাঁহাতের আঙুলে ব্যথা পান তিনি।

রাজস্থানের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মাঠ এবং মাঠের বাইরে রয়্যালস পরিবারের অমূল্য সম্পদ ও অনেক বড় শক্তির জায়গা স্টোকসের প্রতি রাজস্থান রয়্যালসের সকলের বিশেষ সম্মান। আমরা তার দ্রুত সুস্থতা আশা করছি। তবে দলের সঙ্গে থেকেই মাঠের বাইরে থেকে দলকে সাহায্য করবেন স্টোকস।

স্টোকস ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডের মধ্যেই বিকল্প খেলোয়াড় ভাবতে হবে রাজস্থানকে। সেক্ষেত্রে তারা একাদশে সুযোগ দিতে পারে ডেভিড মিলার কিংবা লিয়াম লিভিংস্টোনের মধ্যে একজনকে।

বিজনেস আওয়ার/১৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: