ঢাকা , রবিবার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এবার টলিউডেও স্বজনপ্রীতির অভিযোগ তুললেন শ্রীলেখা (ভিডিও)

  • পোস্ট হয়েছে : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • 6

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পরই আঙুল উঠেছে প্রথম সারির বেশ কিছু অভিনেতা, প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানসালিসহ একাধিক তারকার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে রয়েছে স্বজনপ্রীতির অভিযোগও।

এবার টলিউডেও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে নিজের ক্ষোভ ঝাড়েন তিনি। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তসহ একাধিক জনের নাম উঠে এসেছে শ্রীলেখার কথায়।

তিনি বলেন, এখানেও গডফাদার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গডফাদার হলেন সেই ব্যক্তি, যিনি কোনও কিছুর বিনিময়ে কাউকে কাজ দেন। আমার সেই অর্থে কোনও গডফাদার ছিল না। সে সময় মূলত প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল- তারাই মূলত ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিত। তার মধ্যে প্রসেনজিৎ নম্বর ওয়ান।

শ্রীলেখা আরও বলেন, আমাকে প্রথমেই নায়িকার চরিত্র দেওয়া হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে পার্শ্ব চরিত্রই করতে হয়েছে। কারণ, তখন ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিৎ এর প্রেম। আর প্রসেনজিৎ’ই ছিলেন টলিউডের নেতৃত্বে। ঋতুপর্ণার অনেক নেতিবাচক দিক থাকা সত্ত্বেও তাকে নায়িকার চরিত্রে নেওয়া হতো।

সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমাতেও কাজ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সুশান্তের মতো এমন মৃত্যুর ঘটনা আর যেন না হয়। এ কারণেই আমার এই কথাগুলো বলা।

 শ্রীলেখা বলেন, ‘জীবনে কোনওদিন কোনও রাজনৈতিক দল করিনি।কোনও দাদাকে মঞ্চে উঠে রাখিও পরাইনি। প্রযোজক-পরিচালকের সঙ্গে বেড শেয়ারও করিনি। আমি ভয় পাব কাকে? কী হারানোর আছে আমার?”

টলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক বিষয় নিয়েই মুখ খোলেন শ্রী। ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেতাই মুখে কুলুপ এঁটেছেন এ প্রসঙ্গে। শ্রীলেখার পাশে দাঁড়াননি কেউই।

বিজনেস আওয়ার/২০ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার টলিউডেও স্বজনপ্রীতির অভিযোগ তুললেন শ্রীলেখা (ভিডিও)

পোস্ট হয়েছে : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পরই আঙুল উঠেছে প্রথম সারির বেশ কিছু অভিনেতা, প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানসালিসহ একাধিক তারকার বিরুদ্ধে। এদের বিরুদ্ধে রয়েছে স্বজনপ্রীতির অভিযোগও।

এবার টলিউডেও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে নিজের ক্ষোভ ঝাড়েন তিনি। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তসহ একাধিক জনের নাম উঠে এসেছে শ্রীলেখার কথায়।

তিনি বলেন, এখানেও গডফাদার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গডফাদার হলেন সেই ব্যক্তি, যিনি কোনও কিছুর বিনিময়ে কাউকে কাজ দেন। আমার সেই অর্থে কোনও গডফাদার ছিল না। সে সময় মূলত প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল- তারাই মূলত ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিত। তার মধ্যে প্রসেনজিৎ নম্বর ওয়ান।

শ্রীলেখা আরও বলেন, আমাকে প্রথমেই নায়িকার চরিত্র দেওয়া হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে পার্শ্ব চরিত্রই করতে হয়েছে। কারণ, তখন ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিৎ এর প্রেম। আর প্রসেনজিৎ’ই ছিলেন টলিউডের নেতৃত্বে। ঋতুপর্ণার অনেক নেতিবাচক দিক থাকা সত্ত্বেও তাকে নায়িকার চরিত্রে নেওয়া হতো।

সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমাতেও কাজ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সুশান্তের মতো এমন মৃত্যুর ঘটনা আর যেন না হয়। এ কারণেই আমার এই কথাগুলো বলা।

 শ্রীলেখা বলেন, ‘জীবনে কোনওদিন কোনও রাজনৈতিক দল করিনি।কোনও দাদাকে মঞ্চে উঠে রাখিও পরাইনি। প্রযোজক-পরিচালকের সঙ্গে বেড শেয়ারও করিনি। আমি ভয় পাব কাকে? কী হারানোর আছে আমার?”

টলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক বিষয় নিয়েই মুখ খোলেন শ্রী। ইন্ডাস্ট্রির বেশিরভাগ অভিনেতাই মুখে কুলুপ এঁটেছেন এ প্রসঙ্গে। শ্রীলেখার পাশে দাঁড়াননি কেউই।

বিজনেস আওয়ার/২০ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: