ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের এমপি হতে চান ডিপজল!

  • পোস্ট হয়েছে : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • 0

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের জায়গায় নির্বাচন করতে চান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এর আগে ফেসবুকে ডিপজলের ফ্যানপেজে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এবার সরাসরি তিনি আগ্রহ প্রকাশ করলেন।

সাংসদ আসলামুল হকের মৃত্যুতে বর্তমানে তার আসনটি শূন্য হয়েছে। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। এরমধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজলও।
গণমাধ্যমে পাঠানো বার্তায় নিজের ইচ্ছের কথাটি জানান।

তিনি বলেন, দল থেকে মনোনয়ন দিলে আমি জিততে পারব, এ আত্মবিশ্বাস আছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন- আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই।

ডিপজল যোগ করেন, আমার জন্ম এ এলাকায়। এখানকার মানুষের সুখ-দুঃখের সাথে সবসময়ই জড়িয়ে আছি। চেষ্টা করেছি, মানুষের পাশে দাঁড়াতে। আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। তারা আমার আপনজন। আমি তাদেরই একজন।

ডিপজল একসময় বিএনপি’র সমর্থন নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর (তখনকার কমিশনার) পদে জয়ী হয়েছিলেন। বিএনপি’র রাজনীতি করতে গিয়ে কারাবাসও করতে হয়েছে এই অভিনেতাকে।

সমাজসেবক হিসেবে ডিপজলের সুনাম বেশ পুরনো। সিনেমা শিল্পেও নানা ক্রান্তিলগ্নে দু’হাত খুলে দান করেছেন, সহায়তা দিয়েছেন। এলাকাবাসীর জন্য তার অনেক উদ্যোগই প্রশংসা পেয়েছে।

বিজনেস আওয়ার/০৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আওয়ামী লীগের এমপি হতে চান ডিপজল!

পোস্ট হয়েছে : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের জায়গায় নির্বাচন করতে চান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এর আগে ফেসবুকে ডিপজলের ফ্যানপেজে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এবার সরাসরি তিনি আগ্রহ প্রকাশ করলেন।

সাংসদ আসলামুল হকের মৃত্যুতে বর্তমানে তার আসনটি শূন্য হয়েছে। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। এরমধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজলও।
গণমাধ্যমে পাঠানো বার্তায় নিজের ইচ্ছের কথাটি জানান।

তিনি বলেন, দল থেকে মনোনয়ন দিলে আমি জিততে পারব, এ আত্মবিশ্বাস আছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন- আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই।

ডিপজল যোগ করেন, আমার জন্ম এ এলাকায়। এখানকার মানুষের সুখ-দুঃখের সাথে সবসময়ই জড়িয়ে আছি। চেষ্টা করেছি, মানুষের পাশে দাঁড়াতে। আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। তারা আমার আপনজন। আমি তাদেরই একজন।

ডিপজল একসময় বিএনপি’র সমর্থন নিয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর (তখনকার কমিশনার) পদে জয়ী হয়েছিলেন। বিএনপি’র রাজনীতি করতে গিয়ে কারাবাসও করতে হয়েছে এই অভিনেতাকে।

সমাজসেবক হিসেবে ডিপজলের সুনাম বেশ পুরনো। সিনেমা শিল্পেও নানা ক্রান্তিলগ্নে দু’হাত খুলে দান করেছেন, সহায়তা দিয়েছেন। এলাকাবাসীর জন্য তার অনেক উদ্যোগই প্রশংসা পেয়েছে।

বিজনেস আওয়ার/০৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: