ঢাকা , শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষায় কাপড় শুকানোর সহজ উপায়

  • পোস্ট হয়েছে : ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • 6

বিজনেস আওয়ার ডেস্ক : একে তো করোনার প্রাদুর্ভাব, তার উপরে আবার বর্ষাকাল। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই সময় ঠিকভাবে কাপড় ধোয়া ও শুকানোর অভাবে করোনা সংক্রমণ বাড়তে পারে। এছাড়াও বর্ষাকালে ভেজা কাপড়ে ফাঙ্গাসের দেখা মেলে। যা কাপড়ের ক্ষতি করে। হালকা ভেজা থাকলেও তিলা পড়তে দেখা যায় কাপড়ের মধ্যে।

চলুন পাঠক এই বর্ষায় কাপড় শুকানোর কয়েকটি সহজ উপায় জেনে নিয়-

বর্ষায় সুতি পোশাক পরুন। সুতি পোশাকে আর্দ্রতা শোষণকারী আঁশ বা সুতো থাকে। করোনাভাইরাস বেঁচে থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন পড়ে। অন্যথায়, এটি দ্রুত শুকিয়ে ও মরে যায়।

ভেজা কাপড় দড়িতে শুকাতে দেয়ার বদলে হ্যাঙ্গারের সাহায্যেও শুকাতে পারেন। হ্যাঙ্গারে কাপড় তুলনামূলক দ্রুত শুকায় কারণ এতে বাতাস চলাচল সহজ হয়।

কাপড় ধোয়ার পর বাথরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে পানি ঝরে যাবে। এতে কাপড় দ্রুত শুকাবে।

ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখলে কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করবে। এরপর কাপড়টি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে অল্প সময়ের মাঝেই শুকিয়ে যাবে।

ঘরে ফ্যান চালানো থাকলেও কাপড় দ্রুত শুকায় না। কারণ ঘরের মাত্রাতিরিক্ত আর্দ্রতা। এজন্য একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিন। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।

অনেকেই আয়রন দিয়ে ভেজা কাপড় শুকিয়ে থাকেন। হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার করা যেতে পারে।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বর্ষায় কাপড় শুকানোর সহজ উপায়

পোস্ট হয়েছে : ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

বিজনেস আওয়ার ডেস্ক : একে তো করোনার প্রাদুর্ভাব, তার উপরে আবার বর্ষাকাল। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই সময় ঠিকভাবে কাপড় ধোয়া ও শুকানোর অভাবে করোনা সংক্রমণ বাড়তে পারে। এছাড়াও বর্ষাকালে ভেজা কাপড়ে ফাঙ্গাসের দেখা মেলে। যা কাপড়ের ক্ষতি করে। হালকা ভেজা থাকলেও তিলা পড়তে দেখা যায় কাপড়ের মধ্যে।

চলুন পাঠক এই বর্ষায় কাপড় শুকানোর কয়েকটি সহজ উপায় জেনে নিয়-

বর্ষায় সুতি পোশাক পরুন। সুতি পোশাকে আর্দ্রতা শোষণকারী আঁশ বা সুতো থাকে। করোনাভাইরাস বেঁচে থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন পড়ে। অন্যথায়, এটি দ্রুত শুকিয়ে ও মরে যায়।

ভেজা কাপড় দড়িতে শুকাতে দেয়ার বদলে হ্যাঙ্গারের সাহায্যেও শুকাতে পারেন। হ্যাঙ্গারে কাপড় তুলনামূলক দ্রুত শুকায় কারণ এতে বাতাস চলাচল সহজ হয়।

কাপড় ধোয়ার পর বাথরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে পানি ঝরে যাবে। এতে কাপড় দ্রুত শুকাবে।

ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখলে কাপড়ের বাড়তি পানি তোয়ালে শোষণ করবে। এরপর কাপড়টি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলে অল্প সময়ের মাঝেই শুকিয়ে যাবে।

ঘরে ফ্যান চালানো থাকলেও কাপড় দ্রুত শুকায় না। কারণ ঘরের মাত্রাতিরিক্ত আর্দ্রতা। এজন্য একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোণায় রেখে দিন। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।

অনেকেই আয়রন দিয়ে ভেজা কাপড় শুকিয়ে থাকেন। হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার করা যেতে পারে।

বিজনেস আওয়ার/২১ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: