ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ক্রিকেটারদের জন্য বিসিবির নির্দেশনা

  • পোস্ট হয়েছে : ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
  • 10

স্পোর্টস ডেস্ক : করোনার মারাত্বক সংক্রমণের মধ্যে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন ছিল তাদের। তবে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২৩ মে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ঈদের আগে গতকাল সোমবার শেষদিনের মতো অনুশীলন করে টাইগারাররা। ঈদে ছুটি পেলেও খেলোয়াড়দের অবাধ বিচরণে কিছু বাধ্যবাধকতা দিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকে সবার ছুটি হয়ে যাবে। যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের তো মন্ত্রণালয় অনুমতি দিয়েছে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে বাইরে যেতে পারবে।

তিনি বলেন, তবে আমরা বলবো জনসমাগম এড়িয়ে চলার জন্য। তারা যদি বাইরে যায়, পাবলিক গ্যাদারিংয়ের ভিতর, সে ক্ষেত্রে সংক্রমিত হলে আবার একটা ঝামেলা তৈরি হতে পারে। বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে সবাইকে নিজ নিজ বাসায় থাকার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দেবাশিষ আরও বলেন, শ্রীলঙ্কা ফেরতরা অবশ্য ঈদের নামাজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আগে নিশ্চিত করতে হবে স্বাস্থ্য সুরক্ষা। ঈদের পর ছুটি শেষে সবাই ঢাকায় ফিরলে দুবার করোনা টেস্ট হবে। দুই টেস্টের ফল নেগেটিভ আসলে আগামী ১৮ মে থেকে আবার অনুশীলন শুরু হবে।

আইপিএল খেলে ভারত থেকে দেশা ফেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন শিথিলতার বিষয়ে এখনো সুরহা হয়নি। শেষপর্যন্ত ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকলে হোটেলেই ঈদ হবে তাদের।

বিজনেস আওয়ার/১১ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদে ক্রিকেটারদের জন্য বিসিবির নির্দেশনা

পোস্ট হয়েছে : ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনার মারাত্বক সংক্রমণের মধ্যে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন ছিল তাদের। তবে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২৩ মে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ঈদের আগে গতকাল সোমবার শেষদিনের মতো অনুশীলন করে টাইগারাররা। ঈদে ছুটি পেলেও খেলোয়াড়দের অবাধ বিচরণে কিছু বাধ্যবাধকতা দিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকে সবার ছুটি হয়ে যাবে। যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের তো মন্ত্রণালয় অনুমতি দিয়েছে টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে বাইরে যেতে পারবে।

তিনি বলেন, তবে আমরা বলবো জনসমাগম এড়িয়ে চলার জন্য। তারা যদি বাইরে যায়, পাবলিক গ্যাদারিংয়ের ভিতর, সে ক্ষেত্রে সংক্রমিত হলে আবার একটা ঝামেলা তৈরি হতে পারে। বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে সবাইকে নিজ নিজ বাসায় থাকার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দেবাশিষ আরও বলেন, শ্রীলঙ্কা ফেরতরা অবশ্য ঈদের নামাজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আগে নিশ্চিত করতে হবে স্বাস্থ্য সুরক্ষা। ঈদের পর ছুটি শেষে সবাই ঢাকায় ফিরলে দুবার করোনা টেস্ট হবে। দুই টেস্টের ফল নেগেটিভ আসলে আগামী ১৮ মে থেকে আবার অনুশীলন শুরু হবে।

আইপিএল খেলে ভারত থেকে দেশা ফেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন শিথিলতার বিষয়ে এখনো সুরহা হয়নি। শেষপর্যন্ত ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকলে হোটেলেই ঈদ হবে তাদের।

বিজনেস আওয়ার/১১ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: