ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যান সিটি

  • পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • 11

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে লিস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই মাঠের বাইরে থেকেই চ্যাম্পিয়ন হয়ে গেছে ম্যানচেস্টার সিটি, তাও কি না লিগের তিন ম্যাচ বাকি রেখেই। বাকি সব ম্যাচ হারলেও শিরোপা থাকবে ম্যান সিটিরই।

লিগের ৩৫ রাউন্ড শেষে ২৫ জয় ও ৫ ড্রয়ে ম্যান সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ম্যান ইউর নামের পাশে রয়েছে ৭০ পয়েন্ট। তারা বাকি তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট পেলেও, ৭৯’র বেশি যেতে পারবে না। অর্থাৎ বাকি সব ম্যাচ হারলেও ম্যান সিটির ওপরে যেতে পারবে না কোনো দল। তাই মাঠের বাইরে থেকেই শিরোপার আনুষ্ঠানিক নিশ্চয়তা পেয়ে গেছে ম্যান সিটি।

এখন প্রিমিয়ার লিগের বাকি তিন রাউন্ডে নির্ধারিত হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগে ৩টি করে ছয়টি দলের নাম। লিগের শীর্ষ চার দল খেলবে চ্যাম্পিয়ন লিগ, পরের তিন দল জায়গা পাবে ইউরোপা লিগে।

এ নিয়ে দশ বছরের মধ্যে পঞ্চমবার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। সবমিলিয়ে সপ্তমবার চ্যাম্পিয়ন হলো তারা। লিগ কাপ শিরোপা আগেই ঘরে তুলেছে সিটি। এবার জিতল প্রিমিয়ার লিগ। আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারাতে পারলেই সাফল্যের পাল্লা আরও ভারী হবে তাদের।

বিজনেস আওয়ার/১২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যান সিটি

পোস্ট হয়েছে : ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে লিস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তাতেই মাঠের বাইরে থেকেই চ্যাম্পিয়ন হয়ে গেছে ম্যানচেস্টার সিটি, তাও কি না লিগের তিন ম্যাচ বাকি রেখেই। বাকি সব ম্যাচ হারলেও শিরোপা থাকবে ম্যান সিটিরই।

লিগের ৩৫ রাউন্ড শেষে ২৫ জয় ও ৫ ড্রয়ে ম্যান সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। সমান ম্যাচে ম্যান ইউর নামের পাশে রয়েছে ৭০ পয়েন্ট। তারা বাকি তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট পেলেও, ৭৯’র বেশি যেতে পারবে না। অর্থাৎ বাকি সব ম্যাচ হারলেও ম্যান সিটির ওপরে যেতে পারবে না কোনো দল। তাই মাঠের বাইরে থেকেই শিরোপার আনুষ্ঠানিক নিশ্চয়তা পেয়ে গেছে ম্যান সিটি।

এখন প্রিমিয়ার লিগের বাকি তিন রাউন্ডে নির্ধারিত হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগে ৩টি করে ছয়টি দলের নাম। লিগের শীর্ষ চার দল খেলবে চ্যাম্পিয়ন লিগ, পরের তিন দল জায়গা পাবে ইউরোপা লিগে।

এ নিয়ে দশ বছরের মধ্যে পঞ্চমবার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। সবমিলিয়ে সপ্তমবার চ্যাম্পিয়ন হলো তারা। লিগ কাপ শিরোপা আগেই ঘরে তুলেছে সিটি। এবার জিতল প্রিমিয়ার লিগ। আগামী ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারাতে পারলেই সাফল্যের পাল্লা আরও ভারী হবে তাদের।

বিজনেস আওয়ার/১২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: