ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

একই টিভিতে ৭ দিনের ৭ নাটকে তৌসিফ

  • পোস্ট হয়েছে : ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • 9

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে দীপ্ত টিভি অভিনেতা তৌসিফ মাহবুবকে নিয়ে ‘উৎসব’ শুরু করছে। দীপ্ত টিভিতে সাতদিনের এই উৎসব শুরু হবে ঈদের দিন। চলবে টানা সাতদিন। উৎসবে ভিন্ন চরিত্রের তৌসিফকে দেখতে পাবেন দর্শক। নাটকগুলো ৩৬০ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে।

ঈদুল ফিতরের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে তৌসিফ মাহবুব অভিনীত একক নাটক। প্রথম দিন থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মনের মতো বাগান’। এতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে মিফতা আনান পরিচালিত নাটক ‘পাঁচ ভাই চম্পা’। এতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। একই জুটির নাটক ‘আওয়াজ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

ঈদের চতুর্থ দিন থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চান্স’। এতে অভিনয় করেছেন তৌসিফ, সারিকা সাবাহ। পঞ্চম দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘হ্যালো লেডিস’। এখানে তৌসিফের সঙ্গে রয়েছেন সাফা কবির।

ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে নাটক ‘টোল’। মিতুল খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ ও পায়েল। আর ঈদের সপ্তম দিন অর্থাৎ শেষ দিন থাকছে ‘পা’ শিরোনামের নাটক। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটকটিতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

বিজনেস আওয়ার/১২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একই টিভিতে ৭ দিনের ৭ নাটকে তৌসিফ

পোস্ট হয়েছে : ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে দীপ্ত টিভি অভিনেতা তৌসিফ মাহবুবকে নিয়ে ‘উৎসব’ শুরু করছে। দীপ্ত টিভিতে সাতদিনের এই উৎসব শুরু হবে ঈদের দিন। চলবে টানা সাতদিন। উৎসবে ভিন্ন চরিত্রের তৌসিফকে দেখতে পাবেন দর্শক। নাটকগুলো ৩৬০ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে।

ঈদুল ফিতরের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে তৌসিফ মাহবুব অভিনীত একক নাটক। প্রথম দিন থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মনের মতো বাগান’। এতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে মিফতা আনান পরিচালিত নাটক ‘পাঁচ ভাই চম্পা’। এতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। একই জুটির নাটক ‘আওয়াজ’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

ঈদের চতুর্থ দিন থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চান্স’। এতে অভিনয় করেছেন তৌসিফ, সারিকা সাবাহ। পঞ্চম দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘হ্যালো লেডিস’। এখানে তৌসিফের সঙ্গে রয়েছেন সাফা কবির।

ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে নাটক ‘টোল’। মিতুল খান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ ও পায়েল। আর ঈদের সপ্তম দিন অর্থাৎ শেষ দিন থাকছে ‘পা’ শিরোনামের নাটক। মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটকটিতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

বিজনেস আওয়ার/১২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: