ঢাকা , মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের পঞ্চম দিন এশিয়ান টিভিতে বাঁকা ভাইরা ০.২

  • পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • 9

বিনোদন প্রতিবেদক : রোজার ঈদ উপলক্ষে বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা নয়ন বাবু। নাটকটির নাম বাঁকা ভাইরা ০.২। নাটকের গল্প লিখেছেন নির্মাতা নিজেই। নাটকটি প্রযোজনা করেছে সৃষ্টি মাল্টিমিডিয়া ( Sristy multimedia )। এর আগে ২০১৮ সালে বাঁকা ভাইরা নাটক উপহার দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বাঁকা ভাইরা ০.২ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, নয়ন বাবু, মিতিল ফাররোখ, মাসুদ হারুন, শিরিন আলম, খায়রুল আলম, ফারুক আল ফারাবিসহ আরও অনেকেই।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা নয়ন বাবু বলেন, প্রতি ঈদের মতো এবারও দর্শকদের আনন্দ দিতে আবারও বাঁকা ভাইরা ০.২ নাটক নিয়ে হাজির হচ্ছি। এর আগে ২০১৮ সালে বাঁকা ভাইরা নাটক নির্মান করেছিলাম। সেটারই সিকুয়্যাল এটি। বাঁকা ভাইরা দর্শকদের আনন্দ দিয়েছিল। এবারও তার ব্যাতিক্রম হবে না।

অভিনেতা আ খ ম হাসান বলেন, প্রতি ঈদে দর্শকদের ভালো ভালো নাটক উপহার দেয় সৃষ্টি মাল্টিমিডিয়া। সেই ধারাবাহিকতায় বাঁকা ভাইরা ০.২ নাটকটি প্রচারিত হবে। সবাইকে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, বাঁকা ভাইরা ০.২ নাটকটি ঈদের পঞ্চমদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান টিভিতে অনএয়ার হবে। আর ঈদের ষষ্ঠ দিন সকাল সাড়ে ১১টায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ( Sristy multimedia ) ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।

প্রসঙ্গত, সৃষ্টি মাল্টিমিডিয়া এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে আসছে ঈদে বাঁকা ভাইরা ০.২ শিরোনামের নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদের পঞ্চম দিন এশিয়ান টিভিতে বাঁকা ভাইরা ০.২

পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

বিনোদন প্রতিবেদক : রোজার ঈদ উপলক্ষে বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা নয়ন বাবু। নাটকটির নাম বাঁকা ভাইরা ০.২। নাটকের গল্প লিখেছেন নির্মাতা নিজেই। নাটকটি প্রযোজনা করেছে সৃষ্টি মাল্টিমিডিয়া ( Sristy multimedia )। এর আগে ২০১৮ সালে বাঁকা ভাইরা নাটক উপহার দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বাঁকা ভাইরা ০.২ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, নয়ন বাবু, মিতিল ফাররোখ, মাসুদ হারুন, শিরিন আলম, খায়রুল আলম, ফারুক আল ফারাবিসহ আরও অনেকেই।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা নয়ন বাবু বলেন, প্রতি ঈদের মতো এবারও দর্শকদের আনন্দ দিতে আবারও বাঁকা ভাইরা ০.২ নাটক নিয়ে হাজির হচ্ছি। এর আগে ২০১৮ সালে বাঁকা ভাইরা নাটক নির্মান করেছিলাম। সেটারই সিকুয়্যাল এটি। বাঁকা ভাইরা দর্শকদের আনন্দ দিয়েছিল। এবারও তার ব্যাতিক্রম হবে না।

অভিনেতা আ খ ম হাসান বলেন, প্রতি ঈদে দর্শকদের ভালো ভালো নাটক উপহার দেয় সৃষ্টি মাল্টিমিডিয়া। সেই ধারাবাহিকতায় বাঁকা ভাইরা ০.২ নাটকটি প্রচারিত হবে। সবাইকে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, বাঁকা ভাইরা ০.২ নাটকটি ঈদের পঞ্চমদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান টিভিতে অনএয়ার হবে। আর ঈদের ষষ্ঠ দিন সকাল সাড়ে ১১টায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ( Sristy multimedia ) ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।

প্রসঙ্গত, সৃষ্টি মাল্টিমিডিয়া এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় নাটক উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে আসছে ঈদে বাঁকা ভাইরা ০.২ শিরোনামের নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: