ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে তমালের গান ‘আকাশের বুকে’

  • পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • 11

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে ‘পপি তুমি সুখী হবে না’ গানটির মধ্য দিয়ে দেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তা পান গায়ক তমাল। এই গান ও এ্যালবামের জন্য তমাল পেয়ে যান ইউরো-সিজেএফবি পারফরমেন্স এ্যাওয়ার্ড।

এরপর ২০০৫ সালে এটিএন মিউজিক থেকে প্রকাশ পেয়েছিল তমালের দ্বিতীয় এ্যালবাম ‘সুখে থেকো রাজকুমারী’। এরপর তিনি চলচ্চিত্রের গানও গেয়েছিলেন। ২০০৮ সালে সংগীতা থেকে প্রকাশ পেয়েছিল ‘জেকে ফিচারিং তমাল’ এ্যালবামটি।

মাঝে তিনি টুকটাক গান করে গেলেও, দীর্ঘদিন তিনি গান থেকে দূরে রয়েছেন। সেই বিরতি ভেঙ্গে এবার ঈদ উপলক্ষে প্রকাশ পেল তমালের গান ‘আকাশের বুকে’।

প্রিন্সের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাকের খান মজলিশ (জেকে)। ‘আইচ সং’ এর ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি। এই গানের ভিডিও নির্মাণ করেছেন সোহাগ খান।

এ প্রসঙ্গে গায়ক তমাল বলেন, ‘আকাশের বুকে’ গানটি আমার অনেক প্রিয় গান। ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেল ‘আইচ সং’ থেকে এই গান প্রকাশ পেইয়েছে। আশাকরি, গানটি আপনাদের সবার ভালো লাগবে।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদ উপলক্ষে তমালের গান ‘আকাশের বুকে’

পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে ‘পপি তুমি সুখী হবে না’ গানটির মধ্য দিয়ে দেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তা পান গায়ক তমাল। এই গান ও এ্যালবামের জন্য তমাল পেয়ে যান ইউরো-সিজেএফবি পারফরমেন্স এ্যাওয়ার্ড।

এরপর ২০০৫ সালে এটিএন মিউজিক থেকে প্রকাশ পেয়েছিল তমালের দ্বিতীয় এ্যালবাম ‘সুখে থেকো রাজকুমারী’। এরপর তিনি চলচ্চিত্রের গানও গেয়েছিলেন। ২০০৮ সালে সংগীতা থেকে প্রকাশ পেয়েছিল ‘জেকে ফিচারিং তমাল’ এ্যালবামটি।

মাঝে তিনি টুকটাক গান করে গেলেও, দীর্ঘদিন তিনি গান থেকে দূরে রয়েছেন। সেই বিরতি ভেঙ্গে এবার ঈদ উপলক্ষে প্রকাশ পেল তমালের গান ‘আকাশের বুকে’।

প্রিন্সের লেখা এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাকের খান মজলিশ (জেকে)। ‘আইচ সং’ এর ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি। এই গানের ভিডিও নির্মাণ করেছেন সোহাগ খান।

এ প্রসঙ্গে গায়ক তমাল বলেন, ‘আকাশের বুকে’ গানটি আমার অনেক প্রিয় গান। ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেল ‘আইচ সং’ থেকে এই গান প্রকাশ পেইয়েছে। আশাকরি, গানটি আপনাদের সবার ভালো লাগবে।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: