ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ম্যান ইউকে হারাল লিভারপুল

  • পোস্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • 11

বিনোদন ডেস্ক : ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে তাদের আর লিগ থেকে পাওয়ার নেই কিছুই।

তবু সামনে যখন চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল, তখন জয়ের বাড়তি তাড়নাই থাকে। তার ওপর নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি উজ্জীবিত ছিল দলটি। কিন্তু পায়নি নিজেদের প্রত্যাশামাফিক ফল।

ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে দেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস। ম্যাচের ৩৪ মিনিটের পর সময় সমতা ফেরান ডিয়েগো জোতা।

এরপর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।
১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ফিরেও চলতে থাকে ফিরমিনো জাদু। মাত্র দুই মিনিটের মধ্যেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তিন গোল হজম করে ফেলার পর লড়াইয়ে ফেরার প্রাণপন চেষ্টা করে ম্যান ইউ। ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড।

পরে সমতাসূচক গোল আর পায়নি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে আনন্দে ভাসান মোহামেদ সালাহ। ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৪-২ গোলের জয় নিয়ে বাড়ি ফেরে লিভারপুল।

এ জয়ের লিগের ৩৬ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান ইউ। শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট।

বিজনেস আওয়ার/১৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ম্যান ইউকে হারাল লিভারপুল

পোস্ট হয়েছে : ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১

বিনোদন ডেস্ক : ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে তাদের আর লিগ থেকে পাওয়ার নেই কিছুই।

তবু সামনে যখন চির প্রতিদ্বন্দ্বী লিভারপুল, তখন জয়ের বাড়তি তাড়নাই থাকে। তার ওপর নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি উজ্জীবিত ছিল দলটি। কিন্তু পায়নি নিজেদের প্রত্যাশামাফিক ফল।

ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে দেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস। ম্যাচের ৩৪ মিনিটের পর সময় সমতা ফেরান ডিয়েগো জোতা।

এরপর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।
১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে ফিরেও চলতে থাকে ফিরমিনো জাদু। মাত্র দুই মিনিটের মধ্যেই দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তিন গোল হজম করে ফেলার পর লড়াইয়ে ফেরার প্রাণপন চেষ্টা করে ম্যান ইউ। ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড।

পরে সমতাসূচক গোল আর পায়নি স্বাগতিকরা। উল্টো নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে আনন্দে ভাসান মোহামেদ সালাহ। ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৪-২ গোলের জয় নিয়ে বাড়ি ফেরে লিভারপুল।

এ জয়ের লিগের ৩৬ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান ইউ। শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট।

বিজনেস আওয়ার/১৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: