ঢাকা , শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হারের বৃত্তে বন্দি আর্সেনাল

  • পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • 4

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে পুরো সময়ই আধিপত্য দেখায় আর্সেনাল। গোলও দলটি করে আগে। কিন্তু একবারে ম্যাচের শেষ মুহূর্তের গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে হেরে বসে দলটি। শনিবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতে ব্রাইটন। যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন নিয়াল মুপে। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে হেরেছিল তারা ৩-০ গোলে।

ম্যাচের প্রথম দশ মিনিটে দুটি সুযোগ পায় আর্সেনাল। ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অউবামেয়াং। দুই মিনিট পর ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় সফরকারীরা।

৩৮তম মিনিটে বড় ধাক্কা খায় আর্সেনাল। বল ধরতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোট পান গোলরক্ষক বার্নড লেনো। পরে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামার পর পরই ব্রাইটনের আরন মুইয়ের একটি প্রচেষ্টা রুখে দেন এমিলিয়ানো মার্তিনেস।

আর্সেনাল আক্রমণের ধারা ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৪৮তম মিনিটে অবামেয়াংয়ের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। চার মিনিট পর অউবামেয়াং বল জালে পাঠালেও ভিএআরের সহায়তা নিয়ে গোল বাতিল করেন রেফারি। ৬৮তম মিনিটে দারুণ এক গোলে আর্সেনালকে এগিয়ে নেন নিকোলাস পেপে।

আর্সেনালের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫তম মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। জটলার মধ্যে খুব কাছ থেকে বল জালে পাঠান লুইস ডাঙ্ক। এরপর ড্রই মনে হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে বসে আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন মুপে।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হারের বৃত্তে বন্দি আর্সেনাল

পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে পুরো সময়ই আধিপত্য দেখায় আর্সেনাল। গোলও দলটি করে আগে। কিন্তু একবারে ম্যাচের শেষ মুহূর্তের গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে হেরে বসে দলটি। শনিবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতে ব্রাইটন। যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন নিয়াল মুপে। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে হেরেছিল তারা ৩-০ গোলে।

ম্যাচের প্রথম দশ মিনিটে দুটি সুযোগ পায় আর্সেনাল। ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অউবামেয়াং। দুই মিনিট পর ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় সফরকারীরা।

৩৮তম মিনিটে বড় ধাক্কা খায় আর্সেনাল। বল ধরতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে চোট পান গোলরক্ষক বার্নড লেনো। পরে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। বদলি গোলরক্ষক হিসেবে মাঠে নামার পর পরই ব্রাইটনের আরন মুইয়ের একটি প্রচেষ্টা রুখে দেন এমিলিয়ানো মার্তিনেস।

আর্সেনাল আক্রমণের ধারা ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৪৮তম মিনিটে অবামেয়াংয়ের প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক। চার মিনিট পর অউবামেয়াং বল জালে পাঠালেও ভিএআরের সহায়তা নিয়ে গোল বাতিল করেন রেফারি। ৬৮তম মিনিটে দারুণ এক গোলে আর্সেনালকে এগিয়ে নেন নিকোলাস পেপে।

আর্সেনালের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫তম মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। জটলার মধ্যে খুব কাছ থেকে বল জালে পাঠান লুইস ডাঙ্ক। এরপর ড্রই মনে হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে বসে আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন মুপে।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: