ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

  • পোস্ট হয়েছে : ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • 80

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে ইতালিয়ান শীর্ষ ফুটবল সিরি আ’ লিগের চলতি মৌসুম। ফেরার ম্যাচে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মাউরিজিও সারির শিষ্যরা। রোনালদো ও পাওলো দিবালার গোলে বোলোনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

ম্যাচের শুরুতেই জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার ম্যাথিউস ডি লিটকে ডি বক্সের ভেতর ফাউল করেন বোলোনার স্তেফানো ডেন্সউইল। সঙ্গে সঙ্গে রেফারি ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন। আর ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি স্পট থেকে বল জালে জড়ান রোনালদো।

ম্যাচে এক গোলে এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জুভে। ৩৬তম মিনিটে ডি বক্সের দাগের ওপর থেকেই দুর্দান্ত এক শটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। ম্যাচের বাকি সময় সেই ব্যবধানই ধরে রাখে তুরিনের বুড়িরা।

এই জয়ে সিরি আ’র শিরোপে জয়ের আরও কাছে পৌছে গেল জুভেন্টাস। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গত আট আসরের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লাৎসিও। এছাড়া ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।

বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোনালদো-দিবালার গোলে জুভেন্টাসের জয়

পোস্ট হয়েছে : ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে ইতালিয়ান শীর্ষ ফুটবল সিরি আ’ লিগের চলতি মৌসুম। ফেরার ম্যাচে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে মাউরিজিও সারির শিষ্যরা। রোনালদো ও পাওলো দিবালার গোলে বোলোনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

ম্যাচের শুরুতেই জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার ম্যাথিউস ডি লিটকে ডি বক্সের ভেতর ফাউল করেন বোলোনার স্তেফানো ডেন্সউইল। সঙ্গে সঙ্গে রেফারি ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সহায়তায় পেনাল্টির নির্দেশ দেন। আর ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি স্পট থেকে বল জালে জড়ান রোনালদো।

ম্যাচে এক গোলে এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জুভে। ৩৬তম মিনিটে ডি বক্সের দাগের ওপর থেকেই দুর্দান্ত এক শটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। ম্যাচের বাকি সময় সেই ব্যবধানই ধরে রাখে তুরিনের বুড়িরা।

এই জয়ে সিরি আ’র শিরোপে জয়ের আরও কাছে পৌছে গেল জুভেন্টাস। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে গত আট আসরের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লাৎসিও। এছাড়া ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।

বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: