ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে নতুন ধারাবাহিক ‘টুইন ভিলেজ’

  • পোস্ট হয়েছে : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • 6

বিনোদন ডেস্ক : একজনের চেহারার সঙ্গে আর আরেকজনের চেহারার মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু এর মধ্যে কিছু মানুষের দেখতে একি রকম হয়। যখন কিনা তারা হয় জমজ। এ রকম জমজের দেখা পাওয়াটা সহজ না। এই জমজের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। নাম ‘টুইন ভিলেজ’।

ধারাবাহিক এই নাটকটিতে টুইন জন্ম নেয়া এক গ্রামের গল্প দেখানো হবে। যেগ্রামে প্রতিটি ঘরে ঘরে জমজ। অবাক হলেও সত্য এ গ্রামে বহু বছর ধরে জমজ সন্তান জন্ম হচ্ছে। এই সূত্রে গ্রামের নামকরণ হয় ‘টুইন ভিলেজ’। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটির রচনাও তার। সঙ্গে আছেন সুজিত বিশ্বাস।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাসহ অনেকেই।

নির্মাতা সুত্রে জানা গেছে, ধারাবাহিক নাটকটি আগামী ৮ জুন থেকে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আসছে নতুন ধারাবাহিক ‘টুইন ভিলেজ’

পোস্ট হয়েছে : ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

বিনোদন ডেস্ক : একজনের চেহারার সঙ্গে আর আরেকজনের চেহারার মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু এর মধ্যে কিছু মানুষের দেখতে একি রকম হয়। যখন কিনা তারা হয় জমজ। এ রকম জমজের দেখা পাওয়াটা সহজ না। এই জমজের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। নাম ‘টুইন ভিলেজ’।

ধারাবাহিক এই নাটকটিতে টুইন জন্ম নেয়া এক গ্রামের গল্প দেখানো হবে। যেগ্রামে প্রতিটি ঘরে ঘরে জমজ। অবাক হলেও সত্য এ গ্রামে বহু বছর ধরে জমজ সন্তান জন্ম হচ্ছে। এই সূত্রে গ্রামের নামকরণ হয় ‘টুইন ভিলেজ’। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটির রচনাও তার। সঙ্গে আছেন সুজিত বিশ্বাস।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাসহ অনেকেই।

নির্মাতা সুত্রে জানা গেছে, ধারাবাহিক নাটকটি আগামী ৮ জুন থেকে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: