ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ধারাবাহিক ‘অদ্ভুতুড়ে বইঘর’

  • পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • 14

বিনোদন ডেস্ক : প্রতিনিয়ত নতুন নতুন নাটক, অনুষ্ঠান ও বাংলায় ভাষান্তরিত সিনেমা প্রচার করে যাচ্ছে পারিবারিক ও শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত। সেই ধারাবাহিকতায় এবার তাদের অনুষ্ঠানসূচিতে যুক্ত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘর’। শরীফুল হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে নিশ্চিন্তপুর নামক একটি শহরের রহস্যময় এক বইয়ের দোকানকে ঘিরে। শান্ত নিরিবিলি শহরে হঠাৎ একদিন কোথা থেকে এক বুড়ো এসে হাজির হয়। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসে সে। এরপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকে শহরের মানুষ। রহস্য সমাধানে নামে মামা-ভাগ্নের গোয়েন্দা দল।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমীর আহমেদ মাসুম, নাজিয়া রিজভী সুবাহা, ধ্রুপদী দাস রঙ, রূপকথা বড়ুয়া, জাওয়াদ মাহরুশ জাবির, আয়মান আহনাফ আজান, আশীষ খন্দকার, এস এম মহসিন, হিন্দোল রায়, মোঃ আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, রাজীব সালেহীন, ইকবাল হোসেন, সূচনা সিকদার প্রমুখ।

নির্মাতা সুত্রে জানা গেছে, আগামী ১০ জুন (বৃহস্পতিবার) থেকে প্রতিদিন দুপর ২টা ৩০ ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুন ধারাবাহিক ‘অদ্ভুতুড়ে বইঘর’

পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

বিনোদন ডেস্ক : প্রতিনিয়ত নতুন নতুন নাটক, অনুষ্ঠান ও বাংলায় ভাষান্তরিত সিনেমা প্রচার করে যাচ্ছে পারিবারিক ও শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত। সেই ধারাবাহিকতায় এবার তাদের অনুষ্ঠানসূচিতে যুক্ত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অদ্ভুতুড়ে বইঘর’। শরীফুল হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

ধারাবাহিকটির কাহিনী আবর্তিত হয়েছে নিশ্চিন্তপুর নামক একটি শহরের রহস্যময় এক বইয়ের দোকানকে ঘিরে। শান্ত নিরিবিলি শহরে হঠাৎ একদিন কোথা থেকে এক বুড়ো এসে হাজির হয়। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসে সে। এরপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকে শহরের মানুষ। রহস্য সমাধানে নামে মামা-ভাগ্নের গোয়েন্দা দল।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজমীর আহমেদ মাসুম, নাজিয়া রিজভী সুবাহা, ধ্রুপদী দাস রঙ, রূপকথা বড়ুয়া, জাওয়াদ মাহরুশ জাবির, আয়মান আহনাফ আজান, আশীষ খন্দকার, এস এম মহসিন, হিন্দোল রায়, মোঃ আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, রাজীব সালেহীন, ইকবাল হোসেন, সূচনা সিকদার প্রমুখ।

নির্মাতা সুত্রে জানা গেছে, আগামী ১০ জুন (বৃহস্পতিবার) থেকে প্রতিদিন দুপর ২টা ৩০ ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: