ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চিকন হওয়ার চেষ্টা করছেন দীঘি

  • পোস্ট হয়েছে : ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • 12

বিনোদন ডেস্ক : অনেকটা কবিতার মতো ছন্দ মিলিয়ে চলছে দীঘির জীবন। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় স্টামফোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মন বেশ কিছুটা খারাপ। এসবকে পাস কাটিয়ে দীঘি মন দিয়েছেন শরীরচর্চায়।

দীঘি জানান, ‘দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি, সপ্তাহে পাঁচ দিন করার চেষ্টা করি। সর্বনিম্ন আট থেকে নয় কেজি। কত কেজি ওজন কমাব সেটা টার্গেট পূরণ করে জানাব।

তা এত কষ্ট করে জিম করছেন, কোনো বিশেষ কাজের জন্য নাকি? এই প্রশ্নে দীঘি যে রহস্যঘেরা উত্তর দিয়েছেন, তা মজার। দীঘির ভাষ্যটা এমন, ‘সবার চোখে তো মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা আর কি।

দীঘি বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চিকন হওয়ার চেষ্টা করছেন দীঘি

পোস্ট হয়েছে : ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

বিনোদন ডেস্ক : অনেকটা কবিতার মতো ছন্দ মিলিয়ে চলছে দীঘির জীবন। তবে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় স্টামফোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর মন বেশ কিছুটা খারাপ। এসবকে পাস কাটিয়ে দীঘি মন দিয়েছেন শরীরচর্চায়।

দীঘি জানান, ‘দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি, সপ্তাহে পাঁচ দিন করার চেষ্টা করি। সর্বনিম্ন আট থেকে নয় কেজি। কত কেজি ওজন কমাব সেটা টার্গেট পূরণ করে জানাব।

তা এত কষ্ট করে জিম করছেন, কোনো বিশেষ কাজের জন্য নাকি? এই প্রশ্নে দীঘি যে রহস্যঘেরা উত্তর দিয়েছেন, তা মজার। দীঘির ভাষ্যটা এমন, ‘সবার চোখে তো মোটা, তাই একটু চিকন হওয়ার চেষ্টা আর কি।

দীঘি বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।

বিজনেস আওয়ার/০৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: