ঢাকা , মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আসছে সজল-সারিকার ‘পরী থাকে আসমানে’

  • পোস্ট হয়েছে : ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • 9

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘পরী থাকে আসমানে’ শিরোনামের একটি নাটকে জুটি বেধে অভিনয় করেছেন আব্দুন নুর সজল ও সারিকা সাবরিন। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

কক্সবাজার শুটকি পল্লী ঘিরে রোমান্টিক গল্পে নির্মিত নাটকটিতে সজল-সারিকা ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন , নজরুল রাজ, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, শাহরিয়া আলভিকা, সাইফ খান, এস এইচ সুমন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, রোমান্টিক ঘরনার নাটকটির গল্প ও শিল্পীদের অসম্ভব সুন্দর অভিনয় দর্শকদের মুগ্ধ করবে।

অভিনেতা সজল বলেন, কাজটি অনেক কষ্টসাধ্য ছিল। গল্পটা ভালো ছিল। নির্মাণও খুব ভালো হয়েছে। আর দীপু হাজরা বরাবরই ভালো কাজ করেন, যা নতুন করে বলার কিছু নেই। আশাকরি দর্শকরা ভালো কিছু পাবেন।

নাটকটির গল্পে দেখা যাবে, সবুজ কাজ করেন কক্সবাজার শুটকি পল্লীতে। বাবা-মা হীন সবুজ বেড়ে ওঠে ওই পল্লীতেই। ভালোবাসেন পরীকে। পরীর মা খাবারের হোটেল পরিচালনা করেন সঙ্গে শুটকিরও।

অপরদিকে, শুটকি পল্লীর মহাজন শওকতও পছন্দ করেন পরীকে। পরীও তাকে ফিরিয়ে দিতে পারেন না। কারণ সবুজ তার অধীনেই কাজ করেন। যদি শওকত বিষয়টি জানতে পারেন তাহলে সবুজের ক্ষতি হতে পারে।

পরী অনেকটা কায়দা করেই শওকতের সঙ্গে ভালোবাসার অভিনয় করে চলেন। এভাবেই এগিয়ে চলে ‘পরী থাকে আসমানে’ নাটকটির গল্প। নাটকটি শুক্রবার (১৮ জুন) মাছরাঙ্গা টেলিভিশনে রাত ১০টায় প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আসছে সজল-সারিকার ‘পরী থাকে আসমানে’

পোস্ট হয়েছে : ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘পরী থাকে আসমানে’ শিরোনামের একটি নাটকে জুটি বেধে অভিনয় করেছেন আব্দুন নুর সজল ও সারিকা সাবরিন। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

কক্সবাজার শুটকি পল্লী ঘিরে রোমান্টিক গল্পে নির্মিত নাটকটিতে সজল-সারিকা ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন , নজরুল রাজ, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, শাহরিয়া আলভিকা, সাইফ খান, এস এইচ সুমন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, রোমান্টিক ঘরনার নাটকটির গল্প ও শিল্পীদের অসম্ভব সুন্দর অভিনয় দর্শকদের মুগ্ধ করবে।

অভিনেতা সজল বলেন, কাজটি অনেক কষ্টসাধ্য ছিল। গল্পটা ভালো ছিল। নির্মাণও খুব ভালো হয়েছে। আর দীপু হাজরা বরাবরই ভালো কাজ করেন, যা নতুন করে বলার কিছু নেই। আশাকরি দর্শকরা ভালো কিছু পাবেন।

নাটকটির গল্পে দেখা যাবে, সবুজ কাজ করেন কক্সবাজার শুটকি পল্লীতে। বাবা-মা হীন সবুজ বেড়ে ওঠে ওই পল্লীতেই। ভালোবাসেন পরীকে। পরীর মা খাবারের হোটেল পরিচালনা করেন সঙ্গে শুটকিরও।

অপরদিকে, শুটকি পল্লীর মহাজন শওকতও পছন্দ করেন পরীকে। পরীও তাকে ফিরিয়ে দিতে পারেন না। কারণ সবুজ তার অধীনেই কাজ করেন। যদি শওকত বিষয়টি জানতে পারেন তাহলে সবুজের ক্ষতি হতে পারে।

পরী অনেকটা কায়দা করেই শওকতের সঙ্গে ভালোবাসার অভিনয় করে চলেন। এভাবেই এগিয়ে চলে ‘পরী থাকে আসমানে’ নাটকটির গল্প। নাটকটি শুক্রবার (১৮ জুন) মাছরাঙ্গা টেলিভিশনে রাত ১০টায় প্রচারিত হবে।

বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: