ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টির বাধায় গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বরের ম্যাচ

  • পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগে দুবার বৃষ্টির কারণে খেলা না হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার সুপার লিগের লড়াই রিজার্ভ ডেতে গড়াল। কিন্তু তাতেও বাধা বৃষ্টি।

মঙ্গলবার (২২জুন) মিরপুর শের-র ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহর গাজী গ্রুপ ও ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল সকাল ৯টা থেকে। কিন্তু এর আগে থেকেই ঝুম বৃষ্টি থাকায় যথা সময়ে গড়ায়নি ম্যাচ।

এর আগে গত রবিবার সকাল ৯টায় প্রাইম দোলেম্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ মাঠে গড়িয়েছিল। কিন্তু ১২ ওভার খেলার পর ম্যাচ চলে যায় বৃষ্টির পেটে। শুরুতে গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। একসময় মুষলধারে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটিও।

এদিন বৃষ্টির আগে ১২ ওভারের খেলায় গাজী গ্রুপ ক্রিকেটার্স টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে। এর আগে ১৯ জুন সুপার সবকটি খেলা বৃষ্টির কারণে না হওয়ায় খেলা পুনরায় দেওয়া হয়েছিল ২০ জুন। এদিন না হওয়ায় আজ রিজার্ভ ডেতে নতুন সূচি দেওয়া হয়।

এদিকে দুপুরে মিরপুরে রেলিগেশন ম্যাচে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিএইচএস স্পোর্টস ক্লাব। ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বৃষ্টির বাধায় গাজী গ্রুপ-প্রাইম দোলেশ্বরের ম্যাচ

পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : আগে দুবার বৃষ্টির কারণে খেলা না হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার সুপার লিগের লড়াই রিজার্ভ ডেতে গড়াল। কিন্তু তাতেও বাধা বৃষ্টি।

মঙ্গলবার (২২জুন) মিরপুর শের-র ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহর গাজী গ্রুপ ও ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল সকাল ৯টা থেকে। কিন্তু এর আগে থেকেই ঝুম বৃষ্টি থাকায় যথা সময়ে গড়ায়নি ম্যাচ।

এর আগে গত রবিবার সকাল ৯টায় প্রাইম দোলেম্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ মাঠে গড়িয়েছিল। কিন্তু ১২ ওভার খেলার পর ম্যাচ চলে যায় বৃষ্টির পেটে। শুরুতে গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। একসময় মুষলধারে বৃষ্টিতে ভেসে যায় ম্যাচটিও।

এদিন বৃষ্টির আগে ১২ ওভারের খেলায় গাজী গ্রুপ ক্রিকেটার্স টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে। এর আগে ১৯ জুন সুপার সবকটি খেলা বৃষ্টির কারণে না হওয়ায় খেলা পুনরায় দেওয়া হয়েছিল ২০ জুন। এদিন না হওয়ায় আজ রিজার্ভ ডেতে নতুন সূচি দেওয়া হয়।

এদিকে দুপুরে মিরপুরে রেলিগেশন ম্যাচে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিএইচএস স্পোর্টস ক্লাব। ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: