ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে দারুন শুরু গেইলদের

  • পোস্ট হয়েছে : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই খেলেও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দারুণ এক জয় দিয়ে শুরু করেছে গেইলরা। শনিবার দিবাগত রাতে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

গ্রেনেডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। জবাবে এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল ও ক্রিস গেইলের ব্যাটে ভর করে ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।

১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারেই ৮৫ রান তুলে ফেলেন ফ্লেচার ও লুইস। এই রানের মাথায় রান আউটে কাটা পড়েন ফ্লেচার। ১৯ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করে যান তিনি। ফ্লেচার আউট হলেও হাত খুলে মারতে থাকেন লুইস। ১১.৫ ওভারের মাথায় দলীয় ১২৪ রানে তাবরেজ শামসির বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ৩৫ বল খেলে ৪ চার ও ৭ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে যান।

এরপর ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল দেখে-শুনে ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গেইল ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। আর রাসেল ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রোটিয়াদের ১৬০ রানের ইনিংসে টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান রান পান। তার মধ্যে রাসি ফন ডের ডুসেন ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। কুইন্টন ডি কক ২ চার সমান সংখ্যক ছক্কায় করেন ৩৭ রান। টেম্বা বাভুমা ২০ বলে করেন ২২। আর রেজা হেনড্রিকস ১৭ রান করেন ১১ বলে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। তাতে দলীয় সংগ্রহও ১৬০ রানের বেশি হয়নি।

বল হাতে উইন্ডিজের ফাবিয়ান আলেন ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন এভিন লুইস।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টি-টোয়েন্টিতে দারুন শুরু গেইলদের

পোস্ট হয়েছে : ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই খেলেও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দারুণ এক জয় দিয়ে শুরু করেছে গেইলরা। শনিবার দিবাগত রাতে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

গ্রেনেডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। জবাবে এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল ও ক্রিস গেইলের ব্যাটে ভর করে ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।

১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারেই ৮৫ রান তুলে ফেলেন ফ্লেচার ও লুইস। এই রানের মাথায় রান আউটে কাটা পড়েন ফ্লেচার। ১৯ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করে যান তিনি। ফ্লেচার আউট হলেও হাত খুলে মারতে থাকেন লুইস। ১১.৫ ওভারের মাথায় দলীয় ১২৪ রানে তাবরেজ শামসির বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ৩৫ বল খেলে ৪ চার ও ৭ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে যান।

এরপর ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল দেখে-শুনে ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গেইল ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। আর রাসেল ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রোটিয়াদের ১৬০ রানের ইনিংসে টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান রান পান। তার মধ্যে রাসি ফন ডের ডুসেন ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। কুইন্টন ডি কক ২ চার সমান সংখ্যক ছক্কায় করেন ৩৭ রান। টেম্বা বাভুমা ২০ বলে করেন ২২। আর রেজা হেনড্রিকস ১৭ রান করেন ১১ বলে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। তাতে দলীয় সংগ্রহও ১৬০ রানের বেশি হয়নি।

বল হাতে উইন্ডিজের ফাবিয়ান আলেন ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন এভিন লুইস।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: