ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কবীর সুমন করোনা নেগেটিভ

  • পোস্ট হয়েছে : ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • 9

বিনোদন ডেস্ক : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তার করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে।

চিকিৎসকরা বলছেন, টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় উপযুক্ত আবহাওয়া পেয়ে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই আক্রান্ত হয়েছেন প্রবীণ শিল্পী। বয়সজনিত কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম।

হাসপাতাল সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি। গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করছিলেন কবীর সুমন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল।

সোমবার (২৮ জুন) ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। এছাড়া শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। এই মুহূর্তে আতঙ্কের কিছু নেই।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কবীর সুমন করোনা নেগেটিভ

পোস্ট হয়েছে : ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

বিনোদন ডেস্ক : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা গানের জীবনমুখী ঘরানার কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তার করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে।

চিকিৎসকরা বলছেন, টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় উপযুক্ত আবহাওয়া পেয়ে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই আক্রান্ত হয়েছেন প্রবীণ শিল্পী। বয়সজনিত কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম।

হাসপাতাল সূত্র জানায়, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। চিকিৎসায়ও সাড়া দিচ্ছেন তিনি। গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করছিলেন কবীর সুমন। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল।

সোমবার (২৮ জুন) ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। এছাড়া শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। এই মুহূর্তে আতঙ্কের কিছু নেই।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: