ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ৭ দিনে ৫ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া!

  • পোস্ট হয়েছে : ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • 5

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এক সপ্তাহের মধ্যে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য তেমনই ইঙ্গিত দিলেন।

সফর আকরাম খান বলেন, এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে একথা বলাই যায়। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।

তিনি বলেন, বাংলাদেশে অ্যারন ফিঞ্চদের অবস্থান দীর্ঘ হবে না। ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই নাকি সবগুলো ম্যাচ আয়োজন করা হবে।সবমিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না। দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২ আগস্ট থেকে শুরু হয়ে ৮ আগস্ট সিরিজ শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সূচি অনুযায়ী আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব। একই ভেন্যু, মিরপুরে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশের বিপক্ষে ৭ দিনে ৫ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া!

পোস্ট হয়েছে : ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এক সপ্তাহের মধ্যে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য তেমনই ইঙ্গিত দিলেন।

সফর আকরাম খান বলেন, এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। প্রায় সব কাজই শেষ। ৯০-৯৫% কাজ হয়ে গেছে। যদি ভবিষ্যতে খুব খারাপ কিছু না হয় তাহলে ওরা আসবে একথা বলাই যায়। ওরা যেই সব সুযোগ সুবিধা চাইছে সেগুলো আমরা সম্পূর্ণ করছি।

তিনি বলেন, বাংলাদেশে অ্যারন ফিঞ্চদের অবস্থান দীর্ঘ হবে না। ফলে মাত্র এক সপ্তাহের মধ্যেই নাকি সবগুলো ম্যাচ আয়োজন করা হবে।সবমিলিয়ে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে অবস্থান ১০ দিনের বেশি হবে না। দেশে করোনা পরিস্থিতি খারাপ হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২ আগস্ট থেকে শুরু হয়ে ৮ আগস্ট সিরিজ শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সূচি অনুযায়ী আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে ৫টা টি-টোয়েন্টি খেলব। একই ভেন্যু, মিরপুরে।

বিজনেস আওয়ার/০১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: