ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অবসর ভেঙে খেলতে পারেন রোনালদিনহো

  • পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • 5

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরতে পারেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর রোনালদিনহো। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দলে খেলবেন এ ব্রাজিলিয়ান জাদুকর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

জানা গেছে, আর্জেন্টনাইন সুপারলিগার ক্লাব জিমনেসিয়া দে লা প্লাতার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দিয়াগো ম্যারাডোনা। ছিয়াশির মহানায়ক আশা করছেন, রোনালদিনহোকে অবসর থেকে ফিরিয়ে তার দলে খেলাতে। রোনালদিনহো নিজেও নাকি অবসর ভেঙে দলে যোগ দিতে প্রস্তুত।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ২০১৫ সালে পেশাদারি ফুটবল থেকে অবসর নেন রোনালদিনহো। তবে একবছর গত হতে না হতেই পুনরায় মাঠে ফিরতে চেয়েছিলেন তিনি। ২০১৬ সালে জিমনেসিয়ার সঙ্গে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ক্লাবটি প্রতি বছর ১.৫ মিলিয়ন ডলার দেওয়ারও প্রস্তাব দিয়েছিল তাকে। তখন রোনালদিনহোর হয়ে তার ভাই জিমনেশিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। পরে জানানো হয়, বার্সা কিংবদন্তি আর্জেন্টাইন দলটিতে যোগ দেবেন না।

পাঁচ বছর হয়ে গেছে বুট জোড়া অবসরে পাঠিয়েছেন রোনালদিনহো। বর্তমানে ৪০ বছর বয়সী সাবেক বার্সেলোনা অ্যাটাকিং মিডফিল্ডার জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে গৃহবন্দী আছেন প্যারাগুয়েতে। করোনা ভাইরাস মহামারির কারণে তার বিচারকার্যও এখন স্থগিত।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অবসর ভেঙে খেলতে পারেন রোনালদিনহো

পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরতে পারেন ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর রোনালদিনহো। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দলে খেলবেন এ ব্রাজিলিয়ান জাদুকর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

জানা গেছে, আর্জেন্টনাইন সুপারলিগার ক্লাব জিমনেসিয়া দে লা প্লাতার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দিয়াগো ম্যারাডোনা। ছিয়াশির মহানায়ক আশা করছেন, রোনালদিনহোকে অবসর থেকে ফিরিয়ে তার দলে খেলাতে। রোনালদিনহো নিজেও নাকি অবসর ভেঙে দলে যোগ দিতে প্রস্তুত।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ২০১৫ সালে পেশাদারি ফুটবল থেকে অবসর নেন রোনালদিনহো। তবে একবছর গত হতে না হতেই পুনরায় মাঠে ফিরতে চেয়েছিলেন তিনি। ২০১৬ সালে জিমনেসিয়ার সঙ্গে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ক্লাবটি প্রতি বছর ১.৫ মিলিয়ন ডলার দেওয়ারও প্রস্তাব দিয়েছিল তাকে। তখন রোনালদিনহোর হয়ে তার ভাই জিমনেশিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। পরে জানানো হয়, বার্সা কিংবদন্তি আর্জেন্টাইন দলটিতে যোগ দেবেন না।

পাঁচ বছর হয়ে গেছে বুট জোড়া অবসরে পাঠিয়েছেন রোনালদিনহো। বর্তমানে ৪০ বছর বয়সী সাবেক বার্সেলোনা অ্যাটাকিং মিডফিল্ডার জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে গৃহবন্দী আছেন প্যারাগুয়েতে। করোনা ভাইরাস মহামারির কারণে তার বিচারকার্যও এখন স্থগিত।

বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: