ঢাকা , সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ধারাবাহিক ‘গ্যাংস্টার গণি ভাই’

  • পোস্ট হয়েছে : ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • 5

বিনোদন ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার গণি ভাই’। আহমেদ খান হীরকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার। ঈদের দিন থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় টানা ৭দিন দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতা প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় এসে চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার! তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কী কিডন্যাপ, কী করে না গণি ভাইয়ের গ্যাং! গণি ভাইয়ের গ্যাং-এর সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন।

অজুহাতের মন পেতে তুমুল দুশ্চিন্তা ডান আর বামের! আর ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের অন্য আরেক রকম-গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায়, তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা? যদি কোনোদিন ধরা পড়ে যায় সে? এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। দেখতে হলে চোখ রাখতে হবে দিপ্ত টেলিভিশনে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঈদের ধারাবাহিক ‘গ্যাংস্টার গণি ভাই’

পোস্ট হয়েছে : ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার গণি ভাই’। আহমেদ খান হীরকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার। ঈদের দিন থেকে প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় টানা ৭দিন দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতা প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় এসে চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার! তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কী কিডন্যাপ, কী করে না গণি ভাইয়ের গ্যাং! গণি ভাইয়ের গ্যাং-এর সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন।

অজুহাতের মন পেতে তুমুল দুশ্চিন্তা ডান আর বামের! আর ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের অন্য আরেক রকম-গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায়, তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা? যদি কোনোদিন ধরা পড়ে যায় সে? এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। দেখতে হলে চোখ রাখতে হবে দিপ্ত টেলিভিশনে।

বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: