ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শাওন-টয়ার ‘মন বাড়িয়ে ছুঁই’

  • পোস্ট হয়েছে : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • 6

বিনোদন ডেস্ক : ছোট ভাইয়ের জন্মদিনে একটা জোকারের সঙ্গে পরিচয় হয় মিথিলার। খুব অবাক হয়ে মিথিলা খেয়াল করে, এই লোকটা সবাইকে হাসায় কিন্তু তার ভেতরে চাপা আছে গভীর দুঃখ।

মিথিলা ঠিক করে, যে করেই হোক মিস্টার জোকারের দুঃখ দূর করবেই। নিজ উদ্যোগেই মিথিলা বন্ধু হয়ে যায় মিস্টার জোকারের। উচ্ছ্বল সেই বন্ধুত্বই এক সময় ভালোলাগা এবং ভালোবাসায় রূপান্তরিত হয়।

কিন্তু একটা পর্যায়ে ভুল বুঝে মিথিলা হারিয়ে ফেলে জোকারকে। তৈরি হয় দূরত্ব। জোকার হারিয়ে ফেলে তার হাসি। দূরত্ব ঘুচিয়ে মিথিলা কি পারবে জোকারের কাছে ফিরতে? পারবে জোকারের হাসি ফিরিয়ে দিতে?

এ প্রশ্নের উত্তর জানা যাবে ‘মন বাড়িয়ে ছুঁই’ নাটকে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে।

আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন।

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাওন-টয়ার ‘মন বাড়িয়ে ছুঁই’

পোস্ট হয়েছে : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : ছোট ভাইয়ের জন্মদিনে একটা জোকারের সঙ্গে পরিচয় হয় মিথিলার। খুব অবাক হয়ে মিথিলা খেয়াল করে, এই লোকটা সবাইকে হাসায় কিন্তু তার ভেতরে চাপা আছে গভীর দুঃখ।

মিথিলা ঠিক করে, যে করেই হোক মিস্টার জোকারের দুঃখ দূর করবেই। নিজ উদ্যোগেই মিথিলা বন্ধু হয়ে যায় মিস্টার জোকারের। উচ্ছ্বল সেই বন্ধুত্বই এক সময় ভালোলাগা এবং ভালোবাসায় রূপান্তরিত হয়।

কিন্তু একটা পর্যায়ে ভুল বুঝে মিথিলা হারিয়ে ফেলে জোকারকে। তৈরি হয় দূরত্ব। জোকার হারিয়ে ফেলে তার হাসি। দূরত্ব ঘুচিয়ে মিথিলা কি পারবে জোকারের কাছে ফিরতে? পারবে জোকারের হাসি ফিরিয়ে দিতে?

এ প্রশ্নের উত্তর জানা যাবে ‘মন বাড়িয়ে ছুঁই’ নাটকে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে।

আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া ও সৈয়দ জামান শাওন।

বিজনেস আওয়ার/২০ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: