ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যেখানে ক্যালিসকে ছাড়িয়ে গেলেন সাকিব

  • পোস্ট হয়েছে : ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ভাঙাকে সাধারণ ব্যাপারে পরিণত করে ফেলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান জিম্বাবুয়ে সিরিজে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। এর মধ্যে দুটিতে আবার তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে।

ওয়ানডে সিরিজে অসাধারণ খেলে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে তিনি পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিসকেও।

পুরুষদের ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ১৭ বার জিতে আছেন দ্বিতীয় স্থানে।

এ তালিকায় সাকিবের পরেই অবস্থান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিসের। তিনি ১৪ বার সিরিজ সেরা হয়েছেন। শীর্ষ পাঁচে থাকা অন্যজন হলেন সনাৎ জয়সুরিয়া। শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার ১৩ বার এই পুরস্কার জেতার স্বাদ পেয়েছেন।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যেখানে ক্যালিসকে ছাড়িয়ে গেলেন সাকিব

পোস্ট হয়েছে : ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ভাঙাকে সাধারণ ব্যাপারে পরিণত করে ফেলেছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান জিম্বাবুয়ে সিরিজে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। এর মধ্যে দুটিতে আবার তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে।

ওয়ানডে সিরিজে অসাধারণ খেলে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। সেই সঙ্গে তিনি পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিসকেও।

পুরুষদের ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ১৭ বার জিতে আছেন দ্বিতীয় স্থানে।

এ তালিকায় সাকিবের পরেই অবস্থান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিসের। তিনি ১৪ বার সিরিজ সেরা হয়েছেন। শীর্ষ পাঁচে থাকা অন্যজন হলেন সনাৎ জয়সুরিয়া। শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার ১৩ বার এই পুরস্কার জেতার স্বাদ পেয়েছেন।

বিজনেস আওয়ার/২২ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: