ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির সাবেক সভাপতি মুজিবুর মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি কমডোর মুজিবুর রহমান সিজার মারা গেছেন। কানাডার টরেন্টোর একটি হাসপাতালে বুধবার (২৮ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আশির দশকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। ৭ বছর ক্যান্সারের সঙ্গে লড়ে শেষপর্যন্ত আর পেরে ওঠেননি বিসিবির সাবেক এই সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুজিবুর ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে শুরু করেন পেশাদার ক্রিকেট। ৬ বছর ক্রিকেট খেলার পর ১৯৫৭ সালে যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আবার ক্রিকেটে ফেরেন, সংগঠক হিসেবে।

১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে কানাডা সফর করেন মুজিবুর। ১৯৭৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন সভাপতি হিসেবে। ক্রিকেটের বাইরে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন মুজিবুর রহমান সিজার।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিসিবির সাবেক সভাপতি মুজিবুর মারা গেছেন

পোস্ট হয়েছে : ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি কমডোর মুজিবুর রহমান সিজার মারা গেছেন। কানাডার টরেন্টোর একটি হাসপাতালে বুধবার (২৮ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আশির দশকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। ৭ বছর ক্যান্সারের সঙ্গে লড়ে শেষপর্যন্ত আর পেরে ওঠেননি বিসিবির সাবেক এই সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুজিবুর ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে শুরু করেন পেশাদার ক্রিকেট। ৬ বছর ক্রিকেট খেলার পর ১৯৫৭ সালে যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আবার ক্রিকেটে ফেরেন, সংগঠক হিসেবে।

১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে কানাডা সফর করেন মুজিবুর। ১৯৭৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন সভাপতি হিসেবে। ক্রিকেটের বাইরে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন মুজিবুর রহমান সিজার।

বিজনেস আওয়ার/২৮ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: