ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া মিশনের লক্ষ্যে অনুশীলন শুরু টাইগারদের

  • পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক : সফল জিম্বাবুয়ে সফর থেকে ফিরে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিল টিম বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়া মিশন শুরু আগে রবিবার (১ আগস্ট) সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে এই অনুশীলন। আর বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শুরু হচ্ছে সিরিজের আনুষ্ঠানিক কার্যক্রম।

সোমবার (২ আগস্ট) বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায়। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ দিবারাত্রির। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের বিপক্ষে একটি সফল সফর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন ধাপে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় সফর, শেষ হয় টি-টোয়েন্টি দিয়ে। গত ২৯ জুলাই দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি পুরো দল চলে যায় কোয়ারেন্টাইনে। আজ শেষ হয়েছে কোয়ারেন্টাইন পর্ব।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে একচেটিয়াভাবে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে এসে এক ম্যাচে পেতে হয়েছে হারের স্বাদ; তবে সিরিজ জয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ট্রেলিয়া মিশনের লক্ষ্যে অনুশীলন শুরু টাইগারদের

পোস্ট হয়েছে : ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সফল জিম্বাবুয়ে সফর থেকে ফিরে তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিল টিম বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়া মিশন শুরু আগে রবিবার (১ আগস্ট) সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে এই অনুশীলন। আর বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শুরু হচ্ছে সিরিজের আনুষ্ঠানিক কার্যক্রম।

সোমবার (২ আগস্ট) বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায়। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ দিবারাত্রির। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের বিপক্ষে একটি সফল সফর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন ধাপে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় সফর, শেষ হয় টি-টোয়েন্টি দিয়ে। গত ২৯ জুলাই দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি পুরো দল চলে যায় কোয়ারেন্টাইনে। আজ শেষ হয়েছে কোয়ারেন্টাইন পর্ব।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে একচেটিয়াভাবে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে এসে এক ম্যাচে পেতে হয়েছে হারের স্বাদ; তবে সিরিজ জয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

বিজনেস আওয়ার/০১ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: