ঢাকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দিন শেষে শুনতে হয় কার কার বিছানা গরম করলি?

  • পোস্ট হয়েছে : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • 11

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু হয় টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনের মডেল হয়েই তিনি পরিচিতি পান। এরপর বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।

পরবর্তীতে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় যান এবং ২০১৯ সালে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকেই নানা বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় ছিলেন ফারিয়া শাহরিন। যৌন হেনস্তার বিষয়েও সরব হয়েছিলেন এই সুদর্শনা অভিনেত্রী।

বিদেশে পড়তে যাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দেওয়া নিয়ে প্রায়শই নিন্দার মুখে পড়তে হয় ফারিয়াকে। এমনকি মাঝে মাঝে আপত্তিকর প্রশ্নও করে বসেন অনেকেই। এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

ফারিয়া বলেন, মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভন্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের মন্তব্য দেশের অনেক অভিনেত্রীকেই শুনতে হয়। তারা এগুলোকে এড়িয়ে যান। তবে ফারিয়া শাহরিন জানালেন, তিনি এসব সহ্য করতে পারেন না।

ফেসবুকে লিখেছেন, অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম।

দিনশেষে কি পেলাম আমি, ‘মা…’ নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়।

বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দিন শেষে শুনতে হয় কার কার বিছানা গরম করলি?

পোস্ট হয়েছে : ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু হয় টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনের মডেল হয়েই তিনি পরিচিতি পান। এরপর বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।

পরবর্তীতে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় যান এবং ২০১৯ সালে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকেই নানা বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় ছিলেন ফারিয়া শাহরিন। যৌন হেনস্তার বিষয়েও সরব হয়েছিলেন এই সুদর্শনা অভিনেত্রী।

বিদেশে পড়তে যাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দেওয়া নিয়ে প্রায়শই নিন্দার মুখে পড়তে হয় ফারিয়াকে। এমনকি মাঝে মাঝে আপত্তিকর প্রশ্নও করে বসেন অনেকেই। এসব বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

ফারিয়া বলেন, মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভন্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের মন্তব্য দেশের অনেক অভিনেত্রীকেই শুনতে হয়। তারা এগুলোকে এড়িয়ে যান। তবে ফারিয়া শাহরিন জানালেন, তিনি এসব সহ্য করতে পারেন না।

ফেসবুকে লিখেছেন, অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম।

দিনশেষে কি পেলাম আমি, ‘মা…’ নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়।

বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: