ঢাকা , বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দলবদলের গুঞ্জনে চটেছেন সিআরসেভেন

  • পোস্ট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • 2

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দলবদলের পরপরই খবর চাউর হয় ক্রিশ্চিয়ানো রোনালদোও জুভেন্তাস ছাড়ছেন। উঠে আসছিল পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর রিয়াল মাদ্রিদের নাম। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোনালদো নিজেই। এক স্ট্যাটাস দিয়ে জানালেন, কম কথা ও বেশি কাজে বিশ্বাসী তিনি।

তিনি বলেন, আমি আমার কাজে কতটা মনোযোগী, তা আমার পরিচিতরা ভালোভাবেই জানেন। ক্যারিয়ারের শুরু থেকেই আমার চলার মূলমন্ত্র, কথা কম, কাজ বেশি। আমাকে নিয়ে যা বলা হচ্ছে, আর লেখা হচ্ছে, তার প্রেক্ষিতেই আমার অবস্থান জানাচ্ছি আমি।

নিজের ভবিষ্যৎ নিয়ে সংবাদ মাধ্যমের চর্চায় বিরক্তি প্রকাশ করে রোনালদো জানান, এমন কিছু খেলোয়াড় হিসেবে তার জন্যে অসম্মানের। আমার ভবিষ্যতের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে যে চটুল খবর ছাপা হচ্ছে, তা খেলোয়াড় হিসেবে আমার জন্য তো বটেই, এমনকি যেই ক্লাবগুলোর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে, তার খেলোয়াড় ও স্টাফদের জন্যও অসম্মানের।

তিনি লিখেন, রিয়াল মাদ্রিদে আমার গল্পটা লেখা হয়ে গেছে। শব্দে, সংখ্যায়, শিরোপায় ও রেকর্ডে তা স্থায়ী হয়ে গেছে। এর বাইরে ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধার, যেটা আমি সবসময়ই মনে পুষে রাখব। স্পেনের এই সাম্প্রতিক পর্ব তো আছেই, অন্য সব লিগের ক্লাব নিয়েও আমার সঙ্গে জুড়ে দিয়ে কথা হয়েছে। কিন্তু আসল সত্যটা কেউ খুঁজে বের করেনি।

রোনালদো আরও লেখেন, এমন সব খবরের ফলে রোনালদোর মনে হয়েছে, তার নাম নিয়ে খেলা করা হচ্ছে। আর তাই তার এই মুখ খোলা। আমার নাম নিয়ে কাউকে খেলা করতে দেব না আমি, আর তাই মুখ খুলছি আমি। আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী আমি, নতুন চ্যালেঞ্জ যেগুলো মোকাবিলা করতে হবে সেজন্য নিজেকে প্রস্তুত রাখছি। বাকি সব কেবল কুতর্ক।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দলবদলের গুঞ্জনে চটেছেন সিআরসেভেন

পোস্ট হয়েছে : ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দলবদলের পরপরই খবর চাউর হয় ক্রিশ্চিয়ানো রোনালদোও জুভেন্তাস ছাড়ছেন। উঠে আসছিল পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর রিয়াল মাদ্রিদের নাম। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোনালদো নিজেই। এক স্ট্যাটাস দিয়ে জানালেন, কম কথা ও বেশি কাজে বিশ্বাসী তিনি।

তিনি বলেন, আমি আমার কাজে কতটা মনোযোগী, তা আমার পরিচিতরা ভালোভাবেই জানেন। ক্যারিয়ারের শুরু থেকেই আমার চলার মূলমন্ত্র, কথা কম, কাজ বেশি। আমাকে নিয়ে যা বলা হচ্ছে, আর লেখা হচ্ছে, তার প্রেক্ষিতেই আমার অবস্থান জানাচ্ছি আমি।

নিজের ভবিষ্যৎ নিয়ে সংবাদ মাধ্যমের চর্চায় বিরক্তি প্রকাশ করে রোনালদো জানান, এমন কিছু খেলোয়াড় হিসেবে তার জন্যে অসম্মানের। আমার ভবিষ্যতের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে যে চটুল খবর ছাপা হচ্ছে, তা খেলোয়াড় হিসেবে আমার জন্য তো বটেই, এমনকি যেই ক্লাবগুলোর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে, তার খেলোয়াড় ও স্টাফদের জন্যও অসম্মানের।

তিনি লিখেন, রিয়াল মাদ্রিদে আমার গল্পটা লেখা হয়ে গেছে। শব্দে, সংখ্যায়, শিরোপায় ও রেকর্ডে তা স্থায়ী হয়ে গেছে। এর বাইরে ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক ছিল শ্রদ্ধার, যেটা আমি সবসময়ই মনে পুষে রাখব। স্পেনের এই সাম্প্রতিক পর্ব তো আছেই, অন্য সব লিগের ক্লাব নিয়েও আমার সঙ্গে জুড়ে দিয়ে কথা হয়েছে। কিন্তু আসল সত্যটা কেউ খুঁজে বের করেনি।

রোনালদো আরও লেখেন, এমন সব খবরের ফলে রোনালদোর মনে হয়েছে, তার নাম নিয়ে খেলা করা হচ্ছে। আর তাই তার এই মুখ খোলা। আমার নাম নিয়ে কাউকে খেলা করতে দেব না আমি, আর তাই মুখ খুলছি আমি। আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী আমি, নতুন চ্যালেঞ্জ যেগুলো মোকাবিলা করতে হবে সেজন্য নিজেকে প্রস্তুত রাখছি। বাকি সব কেবল কুতর্ক।

বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: