ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় স্থগিত হলো অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ

  • পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারীতে আটকে গেল অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। আগামী আগস্টে তিন ম্যাচের এই সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার (৩০ জুন) এক ঘোষণায় এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানায়।

সিএ জানায়- করোনা মহামারীর এই সময়টায় খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং সকল স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য সুরক্ষার নিরাপত্তা চিন্তায় এই সিরিজ স্থগিত করা হয়েছে। এই সিরিজ স্থগিত হওয়ায় আমরা হতাশ। তবে সার্বিক বাস্তবতায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও আমাদের এই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে এই ওয়ানডে সিরিজ নিয়ে আমরা বেশ উৎসাহিত ছিলাম। কিন্তু এই সময়ের সার্বিক পরিস্থিতির বিবেচনায় উভয় বোর্ড সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সিরিজটি পিছিয়ে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প সিদ্ধান্ত ছিল না।

সিএ জানিয়েছে- সিরিজের নতুন সূচি ঠিক করার জন্য তারা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে। আগস্টের ৯, ১২ ও ১৫ তারিখ অস্ট্রেলিয়ার মাটিতে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল।

বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় স্থগিত হলো অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ

পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারীতে আটকে গেল অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। আগামী আগস্টে তিন ম্যাচের এই সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার (৩০ জুন) এক ঘোষণায় এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানায়।

সিএ জানায়- করোনা মহামারীর এই সময়টায় খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং সকল স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য সুরক্ষার নিরাপত্তা চিন্তায় এই সিরিজ স্থগিত করা হয়েছে। এই সিরিজ স্থগিত হওয়ায় আমরা হতাশ। তবে সার্বিক বাস্তবতায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও আমাদের এই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে এই ওয়ানডে সিরিজ নিয়ে আমরা বেশ উৎসাহিত ছিলাম। কিন্তু এই সময়ের সার্বিক পরিস্থিতির বিবেচনায় উভয় বোর্ড সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সিরিজটি পিছিয়ে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প সিদ্ধান্ত ছিল না।

সিএ জানিয়েছে- সিরিজের নতুন সূচি ঠিক করার জন্য তারা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে। আগস্টের ৯, ১২ ও ১৫ তারিখ অস্ট্রেলিয়ার মাটিতে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল।

বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: